![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যতবারই পণ করি মাড়াবো না পানামনগর
তারোধিকবার তোমরা আমাকে বেঁধে দিয়ে আসো মহিষকুড়ার বনে!
শিখিনি তর্কবিদ্যা পারি না যুক্তিবিদ্যা;
পরাজিত মানুষকে পরাজিত করে আর কতো করতে চাও বীর্য আহরণ?
সেদিন মধ্যরাতের সদর দরোজার কাছাকাছি দাঁড়িয়ে
এক শুভাকাঙ্ক্ষী বেশ দৃঢ়তার সাথে বলছিল-
বিনয় কেবলি অন্তর্নিহিত উৎসারণ!
আমার সাথে আমার পোষা কুকুরটাও সহমত পোষণ না করে
আকাশে গুনছিল লালচে ভেড়ার দল।
কেননা আমি ও পোষ্য শিখিনি বিনয়াভিনয়।
কথা বলবো না কথা ধরবো না করেও পড়ে যাই কথার ফাঁদে।
কথাই ডেকে আনে কলহ - কলরব ও কোলাহল।
তাবৎ জীবন এই গণ্ডির ভেতর থেকে যখন বের হবার সাধ হলো
ততক্ষণে বেজে গেছে ছুটির ঘণ্টা।
আমি শুধু শুয়ে শুয়ে দেখছিলাম বিনয়াভিনয়-
নির্জলা মিথ্যাচার আর শিয়ালদের বনভোজন!
সিংহভাগ মন সিংহাসন জুড়ে থাকে অকৃতজ্ঞদল-
বিগলিত হয়ে মজে যাই আর তড়পাই আর তড়পাই!
২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।।
২| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:২০
সৈয়দ কুতুব বলেছেন: দিনে দিনে ভালো কবি হয়ে উঠছেন ।
২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: আমি কবি নই।
মনের দুঃখ কষ্ট থেকে মাঝে মাঝে দু-চার লাইন উঠে আসে।
৩| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: শ্রেষ্ঠতম কাব্যিক কবি দা ভাল থাকবেন
২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:৪৬
বাকপ্রবাস বলেছেন: বড়ই সুন্দর কবিতা
২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কথাই যত নষ্টের মূল। একবার মুখ থেকে ছুটে গেলে, ফেরানো যায় না।
২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
এজন্যই মুরুব্বীরা বলেন বোবার কোনো শত্রু নেই।
৬| ২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
ওমর খাইয়াম বলেছেন:
বাাংগালীর জীবনের মর্মকথা
২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ। জ্ঞানী মানুষ। বিচক্ষন। মানবিক অথচ মানুষ আপনাকে ভুল বুঝে। বারবার ভুল বুঝে।
মানুষকে আপনি প্রশ্ন করেন, সরল মনেই প্রশ্ন করেন কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝে।
৭| ২৮ শে জুন, ২০২৫ রাত ১১:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
চাইনা মাগো রাজা হতে
দু'বেলা যেন পাই মা খেতে
সংসার ধর্ম বড়
তাই পারিনা ছেড়ে যেতে
- প্রসাদ সেন
৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: হে হে---
৮| ২৮ শে জুন, ২০২৫ রাত ১১:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা।
সময় পেলে আমাকে একটা কল দিবেন।
আপনার সাথে জরুরী কথা আছে।
৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: আপনি মহা ব্যস্ত। এর মধ্যে আবার পড়াশোনা শুরু করেছেন ।
হ্যা ফোন দিব। অপেক্ষা করুন।
৯| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১১:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দান্ত হয়েছে।
৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: খাইছে আমারে!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:১৩
মাহদী হাসান শিহাব বলেছেন: সুন্দর সুন্দর।