নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভেড়ার দল

২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৭



যতবারই পণ করি মাড়াবো না পানামনগর
তারোধিকবার তোমরা আমাকে বেঁধে দিয়ে আসো মহিষকুড়ার বনে!
শিখিনি তর্কবিদ্যা পারি না যুক্তিবিদ্যা;
পরাজিত মানুষকে পরাজিত করে আর কতো করতে চাও বীর্য আহরণ?

সেদিন মধ্যরাতের সদর দরোজার কাছাকাছি দাঁড়িয়ে
এক শুভাকাঙ্ক্ষী বেশ দৃঢ়তার সাথে বলছিল-
বিনয় কেবলি অন্তর্নিহিত উৎসারণ!
আমার সাথে আমার পোষা কুকুরটাও সহমত পোষণ না করে
আকাশে গুনছিল লালচে ভেড়ার দল।
কেননা আমি ও পোষ্য শিখিনি বিনয়াভিনয়।

কথা বলবো না কথা ধরবো না করেও পড়ে যাই কথার ফাঁদে।
কথাই ডেকে আনে কলহ - কলরব ও কোলাহল।
তাবৎ জীবন এই গণ্ডির ভেতর থেকে যখন বের হবার সাধ হলো
ততক্ষণে বেজে গেছে ছুটির ঘণ্টা।
আমি শুধু শুয়ে শুয়ে দেখছিলাম বিনয়াভিনয়-
নির্জলা মিথ্যাচার আর শিয়ালদের বনভোজন!

সিংহভাগ মন সিংহাসন জুড়ে থাকে অকৃতজ্ঞদল-
বিগলিত হয়ে মজে যাই আর তড়পাই আর তড়পাই!

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:১৩

মাহদী হাসান শিহাব বলেছেন: সুন্দর সুন্দর।

২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।।

২| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:২০

সৈয়দ কুতুব বলেছেন: দিনে দিনে ভালো কবি হয়ে উঠছেন ।

২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আমি কবি নই।
মনের দুঃখ কষ্ট থেকে মাঝে মাঝে দু-চার লাইন উঠে আসে।

৩| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: শ্রেষ্ঠতম কাব্যিক কবি দা ভাল থাকবেন

২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:৪৬

বাকপ্রবাস বলেছেন: বড়ই সুন্দর কবিতা

২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কথাই যত নষ্টের মূল। একবার মুখ থেকে ছুটে গেলে, ফেরানো যায় না।

২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
এজন্যই মুরুব্বীরা বলেন বোবার কোনো শত্রু নেই।

৬| ২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

ওমর খাইয়াম বলেছেন:




বাাংগালীর জীবনের মর্মকথা

২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৩

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ। জ্ঞানী মানুষ। বিচক্ষন। মানবিক অথচ মানুষ আপনাকে ভুল বুঝে। বারবার ভুল বুঝে।
মানুষকে আপনি প্রশ্ন করেন, সরল মনেই প্রশ্ন করেন কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝে।

৭| ২৮ শে জুন, ২০২৫ রাত ১১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



চাইনা মাগো রাজা হতে
দু'বেলা যেন পাই মা খেতে
সংসার ধর্ম বড়
তাই পারিনা ছেড়ে যেতে
- প্রসাদ সেন

৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: হে হে---

৮| ২৮ শে জুন, ২০২৫ রাত ১১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা।

সময় পেলে আমাকে একটা কল দিবেন।
আপনার সাথে জরুরী কথা আছে।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: আপনি মহা ব্যস্ত। এর মধ্যে আবার পড়াশোনা শুরু করেছেন ।

হ্যা ফোন দিব। অপেক্ষা করুন।

৯| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দান্ত হয়েছে।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: খাইছে আমারে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.