নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ সকাল

৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৪২



মিথ্যাবাদী রাখালকে খুঁজতে বেরিয়েছিলাম।
রাতজাগা পাখিদের কাছে জেনেছি,
মাঝেমধ্যে সেই রাখাল সদলবলে করে যায় নগর পরিভ্রমণ!

আমরা এতকাল জেনে এসেছি রাখাল হারিয়ে গেছে বাঘের গর্ভে!
অথচ এখন শুনি কিনা বাঘের সাথে হয়ে গেছে সন্ধি!

এখনো দেখা আমি পাইনি।
যাদের সাথে দেখাসাক্ষাৎমোলাকাত হয়েছে-
তাদের কাছে উগরে দিয়ে গেছেন- "তোমরা খুবই বিস্মৃতপ্রায় জাতি''।
এখানে পরোপকার অধিক জনপ্রিয় পরচর্চা!
তোমাদের লোকালয়ে ক্রমশ বাড়ছে প্রার্থনালয়
কিন্তু তারোধিক বাড়ছে মিথ্যাচর্চা!
তোমরা এখন কী সুন্দর রেড ওয়াইনের দোহাই দিয়ে-
পান করছো স্বগোত্রীয়দের রক্ত!
আমি মিথ্যা একটা গল্প রটিয়েছিলাম বটে
কিন্তু আমি এখন তোমাদের মধ্যেই বিচরণ করি;
আয়নার দিকে তাকাও!"

অনেক পরিভ্রমণ সমাপ্তিতে ফিরে এসে আমি,
যে গল্পটা সবাইকে শুনিয়েছিলাম,
সেটা শেষ পর্যন্ত কেউ বিশ্বাস করেনি।
প্রকৃতপক্ষে এখন মিথ্যা এতো সুন্দর করে উপস্থাপিত- সত্যকে মনে হয় রূপকথা।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৩৯

কামাল১৮ বলেছেন: গভীর এক তাত্পর্যপূর্ণ কবিতা।

৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

২| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: গল্প আর চোখ দেখা বনোহাঁস
এক হতে হয়; কল্পনার তিরে
থাকে কেউ কিন্তু সে যদি হয়
রাক্ষস কিংবা রাক্ষসী তাহলে
জীবনের পরিভ্রমন একটা ভাঙ্গা
আয়নার মতো মনে হবে কখন
নিজের ছবিমুখ দেখবে না আর;

ভাল থাকবেন কবি দা

৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো।

৩| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ ভালো হয়েছে।

৪| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২২

আহমেদ রুহুল আমিন বলেছেন: সমাজের বাস্তবতায় বেশ তাৎপর্যপুর্ণ অনিন্দ্য সুন্দর কবিতা, যদিও কবিতার ভাবনা উপমাগুলো খানিকটা দুর্বোদ্ধ ঠেকেছে আমার মতো সাধারন পাঠকের কাছে । তথাপি কবিগুরুর ভাষায়- ‘সহজ কথা যায়না বলা সহজে’ । কবির জন্র অনেক শুভকামনা ।

৫| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





ছোটবেলায় পড়েছিলাম 'লাই ইউ টেন এন্ট'!!!

৬| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০০

সামিয়া বলেছেন: অনেক ভালো লিখেছেন

৭| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩১

জনারণ্যে একজন বলেছেন: অসাধারণ এক কবিতা, রাজীব!!

পড়ার পর এই কবিতায় মন্তব্য না রেখে গেলে তা একপ্রকার অপরাধ বলেই গণ্য হবে।

ভালো থাকবেন অনেক। দিন দিন কবিতার হাত এরকম গভীর আর সুন্দর হয়ে উঠুক - শুভকামনা রইলো।

৮| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মানুষ মিথ্যা বলতে ভালোবাসে।
তাই তাদের ভালোবাসায়ও মিথ্যা মাখানো থাকে।

৯| ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৬

নতুন নকিব বলেছেন:



১০| ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৭

নতুন নকিব বলেছেন:



কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.