নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৫৮

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১০



ইউনুস সাহেব আসলে কি চাচ্ছেন?
সেদিন এক মেয়েকে প্রশ্ন করা হলো- ইউনুস সাহেব গত এক বছর কি করলেন? মেয়েটা তীব্র রাগ ও ঘৃণা নিয়ে বললো- 'বাল ছিড়ছে'। ছোট এক প্রশ্নের উত্তর থেকেই দেশের বর্তমান অবস্থা পরিস্কার বুঝা যাচ্ছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর ইউনুস সাহেব ক্ষমতা হাতে নিলেন। দেশের মানুষ তার উপর আস্থা-ভরসা রাখতে চেয়েছিলেন। সর্বোপরি তাকে বিশ্বাস করতে চেয়েছিলেন। সাধারন মানুষের ধারনা ছিলো- উনি কোনো ম্যাজিক দেখাবেন। দেশ এগিয়ে যাবে। চুরী, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষন, কোপাকুপি আর দূর্নীতি হবে না। মানুষ শান্তিতে নিঃশ্বাস নিবে। জিনিসপত্রের দাম কমবে। দেশের মানুষ শান্তিতে খেয়েপরে বেঁচে থাকতে পারবে। জীবনের নিরাপত্তা থাকবে। বেকার কমবে, চাঁদাবাজি বন্ধ হবে। কিন্তু ইউনুস সাহেব দেশের মানুষকে ভুল প্রমানিত করেছেন। উনার আমলে দেশে গজব অবস্থার সৃষ্টি হয়েছে। ভয়ানক অরাজকতা সৃষ্টি হয়েছে। দেশের মানুষন হতবাক! কি হচ্ছে এসব!!

দিনেদুপুরে মানুষ কুপিয়ে মেরে ফেলা হচ্ছে।
সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। একজন নারীকে ধর্ষন করা হচ্ছে। তারপর ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে। ধর্ষন করার পর গলা কেটে ফেলছে। খুন খারাবি যেন দুধভাত হয়ে গেছে। গতকাল এক ভিডিও দেখলাম- একজন মহিলাকে দিনের বেলা জামা কাপড় টেনে ছিড়ে ফেলা হয়েছে। শেষে উলঙ্গ সেই মহিলা এক টেম্পুতে আশ্রয় নিয়েছে। নর্দমার কীটেরা টেম্পুতে গিয়ে উলঙ্গ মহিলাকে ইচ্ছে মতো চড়, থাপ্পড়, কিল-গুসি, লাথথি দেওয়া হচ্ছে। পুরো দেশে গজব অবস্থা তৈরি হয়েছে। আসামীদের ধরা হচ্ছে না। বরং সমস্ত সাজা প্রাপ্ত দাগী আসামীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী জরুরী ও দরকারী কাজ বাদ দিয়ে অকাজ করে বেড়াচ্ছে। আর্মিরা নিউমার্কেটের ক্রোকারিজের দোকান থেকে ছুরি চাপাতি জব্দ করেছে। এমন ভাব করছে তারা বিরাট কিছু উদ্ধার করে ফেলেছে। ইউনুস সাহেব যেমন ব্যর্থ, সেনাবাহিনীও ব্যর্থ।

বাংলাদেশ সেনাবাহিনী-
মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে অভিযান চালিয়ে হাতের কাছে যাকে পেয়েছে তাদের ধরে এনেছে। চুনোপুটি ধরে সেনাবাহিনী এমন ভাব করছে, যেন বিরাট কিছু করে ফেলেছে। আমার কথা হচ্ছে- যারা দিনেদুপুরে মানুষ কুপিয়ে মেরে ফেলছে, তাদের ধর। যারা ধর্ষন করছে, তাদের ধর, যারা ছিনতাই করছে, তাদের ধর। এসব না করে গোপালগঞ্জে গুলি করে মানুষ মারলো। ইউনুস সাহেব কোথায়? তিনি কি কিছু দেখছেন না? কিছু শুনছেন না? তিনি সর্ব্বোচ পদে বসে কি করছেন? দেশের সাধারন মানুষ আজ চিৎকার করে বলছে, আগেই ভালো ছিলাম। হাসিনা'ই ভালো ছিলো। দেশের সাধারন মানুষের কথা গুলোই সত্য কথা। আসল কথা। খাটি কথা। কারন, কথা গুলো বুকের গভীর থেকে উঠে আসে। সিলেটে সাদা পাথর চুরী হয়ে গেলো। দুদক গেলো অনুসন্ধান করতে। কি হাস্যকর! এ কোন দেশে বাস করছি আমরা! ক্ষমতা পেলেই কি মানুষ ছাগল হয়ে যায়। এদিকে কে যেন এনসিপিকে 'বান্দির পুত' বলে গালি দিয়েছে। এনসিপি রেগে গেছে। আরেক ছাগল বলেছে, ফ্রেরুয়ারীতে নির্বাচন হবে না।

সব মিলিয়ে দেশের অবস্থা ভালো না।
আওয়ামীলীগ থাকতে বাজার থেকে রুই মাছ কিনতাম ৩৫০ টাকা কেজি। এখন কিনতে হচ্ছে ৬০০ টাকা কেজি। গত এক বছরে দেশে এমন কিছু নেই, যার দাম বাড়েনি। আমার মনে আছে- করোনার পরপর দেশে ভিক্ষুক ও হকারদের সংখ্যা বেড়ে গিয়েছিলো। এখন হাসিনা চলে যাবার পর দেশে ভিক্ষুক ও হকারদের সংখ্যা কয়েক গুন বেড়েছে। ব্যবসায়ীরা ইচ্ছামতো জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। যেন দেশের মা-বাপ নেই। মা-বাপ ছাড়া দেশ। যার যা খুশি করছে। কেউ দেখার নেই, কেউ বলার নেই। বাবা মা ছাড়া একটা পরিবারের যে অবস্থা হয়, দেশের এখন সে অবস্থা। এদিকে এনসিপির চ্যাংড়া পোলাপান যা খুশি তা বলে যাচ্ছে। এক ছাগল বলছে- নববধুর সাথে সহবাস করে বীর্জ পতনে যে মজা, হাসিনার পতনে তার চেয়ে বেশি মজা। এটা কোনো শিক্ষিত রুচিশীল মানুষের কথা হতে পারে? অন্য ছাগলেরা সমানে গলা ফাটাচ্ছে। এইসব বান্দির পুতরা দেশটাকে শেষ করে দিচ্ছে।

অন্তবর্তী সরকার পুরোপুরি ব্যর্থ।
বাংলাদেশের ইতিহাসে যত গুলো ভারপ্রাপ্ত সরকার এসেছে, সবচেয়ে কুৎসিত সরকার ছিলো- এই ইউনুস সাহেবের সরকার। ইউনুস এক অভিশাপের নাম। এদের ছানাপোনা 'এনসিপি' এক অভিশাপের নাম। এদের আমলে জামাত শিবির মাথাচারা দিয়ে উঠেছে। অথচ শেখ হাসিনা এদের দমিয়ে রেখেছিলেন অত্যন্ত দক্ষতার সাথে। গত ১৫/১৬ বছর ধরে বিএনপি ভূখা ছিলো। তারা অনেক ক্ষুধার্থ। এখন এরা ক্ষমতায় আসার আগেই লুটপাট শুরু করে দিয়েছে। চাঁদাবাজি শুরু করেছে। দীর্ঘ ১৬ বছর এরা কথা বলতে পারেনি। গর্ত থেকেই বের হতে পারেনি। এখন এরা সুযোগ পেয়ে যা মুখে আসছে বলে যাচ্ছে। কত চ্যাটাং চ্যাটাং কথা। কথা খুব সাবধানে বলা উচিৎ। কথা বন্ধুকের গুলির চেয়ে ভয়ানক। কিন্তু কোনো শালা'ই সাবধানে 'কথা' বলছে না। কেউ কেউ কথা বলতে গিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। কেউ কেউ হুমকি ধামকি দিচ্ছে। রাজনীতিতে যে শালা নামবে, সেই শালার কপালে দুঃখ আছে।

আমাদের দেশটা ছোট।
মানুষ বেশি। সমস্যার শেষ নেই। এর মধ্যে নতুন নতুন কুকুর ছানার জন্ম হয়েছে। এরা রাজাকার মানসিকতার লোক। নব্য রাজাকার। রাজাকারের বংশধর। শেখ হাসিনা না থাকাতে সব গুলো কুকুর ছানা/রাজাকার একসাথে উজায়েছে। শেখের বেটি এতদিন এই বদদের থামিয়ে রাখতে পেরেছিলেন, দমিয়ে রাখতে পেরেছিলেন। এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এইসব অসভ্য, ইতর- শালাদের থামাতে হলে শেখ হাসিনাকেই প্রয়োজন। আওয়ামীলীগ যে দুধে ধোয়া তুলসি পাতা তা নয়। তাদের অনেক দোষ আছে। কিন্তু তারা দুষ্টদের দমিয়ে রাখতে সক্ষম হয়েছিলো। এজন্য তাদের স্যলুট জানাই। যাইহোক, দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকিব। দেশ মাতৃকা ভালো নেই। এই এক বছরেই ইউনুস দেশকে অধপতনের দিকে নিয়ে গেছে। যে শালারা ইদ গা ময়দানে ইউনুস সাহেবকে দেখে- 'পাচ বছর', 'পাচ বছর' বলেছে, ওদের সব ক'টাকে ধরে চাবকানো দরকার।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যে মেয়ে বলতে পারে বাল ছিড়ছে সে মেয়ে না সে অবশ্য আম্লিগ; আম্লিগের মেয়ে ছাড়া এমন কথা কোন সাধারণ মেয়ে কোন দিনও বলবেনা।

ইউনূস দায়িত্ব না নিলে এতোদিন দেশে এতোমাত্রায় বিশৃঙ্খল হতো যে সেই অজুহাতে আম্লিগের ডাকে ভারতীয় সেনা দেশে ঢুকে পড়তো এবং আপনাদের চাওয়া সেটাই ছিল। আম্লিগ না হয়ে মানুষ হোন।

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: যার মা, বোন বা স্ত্রীকে রাস্তায় বিবস্ত্র করা হয়েছে, ধর্ষন করা হয়েছে, তারপর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং যাকে দিনেদুপুরে কোবানো হয়েছে- তারা যদি আপনার মা বোন বা স্ত্রী হতো, বা যাদের কোবানো হয়েছে তারা যদি আপনার বাপ ভাই হতো- তাহলে আপনি সমস্যাটা বুঝতেন।

২| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দালাল শ্রেণি ও আওয়ামীলীগের কাছে দেশের অবস্থা ভালোনা।

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: সাধারন মানুষের সাথে যা ঘটছে, সেসব আপনার পরিবারের সাথে ঘটলে, তারপর আপনাদের টনক নড়বে।

৩| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখার ভেতরে স্বৈরাচারী মনোভাব লুকিয়ে আছে। রাজনৈতিক দলগুলোকে দমিয়ে রাখা আপনার চোখে বীরত্বের কাজ। আওয়ামী আমলের একরাম হত্যা, র‌্যাবের ক্রসফায়ার, নুসরাত হত্যা সব ভুলে গেছেন নাকি? যে মেয়েটি বলেছে “বাল করেছে সরকার”, সেই মেয়ের বাবা কী করেছেন, সেটাও খুঁটিয়ে দেখা হোক। এখন অনেক ধনী পরিবারের সন্তানের অবস্থা এখন খারাপ। পণ্যের দাম আওয়ামী আমলে আর এখন প্রায় ১৯/২০। শুধু আইনশৃঙ্খলায় সরকার ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা তো র‌্যাবের গুলিতে লিমনের পা হারানো বা বাংলা কলেজের ছাত্রদের মব বানিয়ে সাভারের আমিনবাজারে হত্যা করাও দেখেছি। এসব নিয়ে তখনও প্রতিবাদ হয়েছে, এখনো হইতেসে ।

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আমি স্বৈরাচার হতে যাবো কোন দুঃখে??
আমি তো রাজনীতি করি না। কোনো দল করি না। আমি একজন দেশের অতি সাধারন নাগরিক। কাজ করি, ভাত খাই।
রাজনৈতিক দল আর জামাত শিবির এক হলো?? ৭১ এর পরাজিত শক্তি কিভাবে রাজনৈতিক দল হলো?? এরা দেশের শত্রু।

আপনি সত্যের সাধনা করেন। সত্যের সাথে থাকুন।

৪| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যেগুলোর কথা বলছেন ওগুলো সব আম্লিগের কাজ; দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা।

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: জামাত শিবিরের মতো কথা বলা বন্ধ করুন।

৫| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০২

সৈয়দ কুতুব বলেছেন: জামাত শিবির একটা পলিটিকাল দল হিসাবে বাংলাদেশের বিরোধিতা করেছে। আপনার নেতার কারণে তারা আজ গুপতো পলিটিক্স করে এত পাওয়ারফুল। যদি নরমাল পলিটিক্স করার সুযোগ পেতো তবে এরা এতদুর আসতে পারে না । আপনার কাছে মনে হয় জোর করে দমন করে শাসন করলেই এরা সমাজ থেকে বিতাড়িত হয়ে যাবে । ইহা গলদ হায় ।

আপনি চান দল হিসাবে কেবল লিগ থাকুক । খুন করুক , জমি দখল করুক , মানুষের টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিক । তবু তারা থাকুক। এটাই স্বৈরাচারি মনোভাব ।

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: না, আমি চাই না কোনো দল- খুন করুক, জমি দখল করুক, মানুষের টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিক। যারা এই কাজ করবে তারা মন্দ লোক। আমি চাই না দেশ বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হোক। আমি চাই না দেশ আফগান, সিরিয়া হোক।

৬| ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০১

সুলাইমান হোসেন বলেছেন: ইউনুস সাহবে দেশের শোচনীয় সময়ে ক্ষমতা হাতে নিয়েছে।তারপরও যতদূর কাজ করেছে অনেক করেছে।দেশের মানুষ যদি উশৃংখল বিশৃঙ্খল হয়,গুজবে অতিরিক্ত কান দেয়,তাহলে ইউনূস সাহেব কি করবেন।

খুবই করুন এবং ভয়াবহ অবস্তায় দেশের হাল ধরেছেন ড.ইউনূস।আপনি যদি হাল ধরতেন তাহরে আরো বেশি শোচনীয় হতো

১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা এখন ভালো?
আওয়ামীলীগের আমলের চেয়ে ভালো?
চোখে কি রঙ্গিন চশমা পড়ে আছেন??

৭| ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৯

নতুন মেসাইয়া বলেছেন:



ইউনুস এবারের ক্যু'এর জন্মদাতা; সে তার টাকা পয়সা সরায়েছে, সময় মতো পালিয়ে যাবে।

৮| ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৯

প্রামানিক বলেছেন: ইলেকশন দিলে কি দুর্নীতি বন্ধ হবে - --

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.