![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অপেক্ষা বলে কিছু নেই এখন আর অপেক্ষমান!
নিত্য নতুন যন্ত্রে বোতাম টিপে বা স্পর্শ করে সহজেই মানুষ-
জেনে যায় অনাগত সময়ের পরিণতি বা ভবিষ্যত;
আর আশীর্বাদপূর্ণ তোমার মতো অপেক্ষা শেখেনি কেউ আর জননী।
সাধারণত মা যখন পৃথিবী ত্যাগ করেন তখন থাকে না আর মায়া অবশিষ্ট।
কেউ কেউ সাজিয়ে বসে থাকেন বটে মায়ার মালা
কিন্তু সেটাকে কেবলি মনে হয় মায়াজাল!
হৃত অনেককিছুর সাথে ক্রমশ বিলীয়মান সহমর্মিতা।
কড়ি দিয়ে পৃথিবীর সবকিছুই ক্রয়যোগ্য কেবল ব্যতীত মাতৃপ্রেম।
জোয়ারেও থাকে আর আগলে রাখে ভাটাকালে।
একালে দুধভাতে শুধু উৎপাত আর তখনি ইতিউতি খুঁজি তোমার অবয়ব-
ছায়াতলে সেথায় সেধিয়ে থাকে যুগপৎ উষ্ণতা ও বসন্তবায়ু।
২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৩
বিজন রয় বলেছেন: ভালো।
কেন?
২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: কি কেন??
৩| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৮
নজসু বলেছেন:
প্রযুক্তি যত উন্নত হোক না কেন, মায়ের ভালোবাসা কখনও প্রতিস্থাপিত হবে না। প্রিয় ভাই, আপনার লেখাটা পড়ে বুক ভরে উঠলো গভীর মমতায়। মা তো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সবার মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। আর যারা মাকে হারিয়েছেন তাদের জন্য রইলো দোয়া্।
২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
সামিয়া বলেছেন: অনবদ্য
২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০১
শেরজা তপন বলেছেন: কবে আপনার লেখা শেষ কবিতা দেখেছি মনে করতে পারছি না!
২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: আপনি ইদানিং ব্লগে কম আসেন।
তাই কবিতা চোখে পড়েনি। আমি প্রায়ই কবিতা পোষ্ট করি।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি মায়ের তুলনা হয়না কারোর সাথে। জগতের সকল মা দের জন্য শ্রদ্ধা।