নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৬৪

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৮



আজ বৃহঃস্পতিবার। ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল।
লেখার শুরুতে আমি আমার অবস্থানটা বলে নিতে চাই। সকালে বাসা থেকে বের হয়ে দেখি- মুখ ভার করেছে মহান আকাশ! হ্যা আকাশ ভরা মেঘ। যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে এমন একটা ভাব! অবশ্য আকাশের মেঘের এরকম ভাবে আমি ভয় পাই না। কারণ, এরকম আমি অনেক দেখেছি, আকাশ ভরা কালো মেঘ। চারিদিক গভীর অন্ধকারে ছেয়ে গেছে। শীতল বাতাস বইছে। তুফান আসবে, তুফান। আজ সব ভাসিয়ে নেবে। তারপর দেখা যায়, মেঘ কেটে গেছে। রোদ উঠেছে, বৃষ্টির নাম গন্ধ নেই। আজ সকালেও আকাশে মেঘ দেখে আমি ভয় পাইনি। কারণ, কবি বলেছেন- "মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে"। রবীন্দ্রনাথ গ্রেট। এসএসসি পরীক্ষায় ট্রান্সলেশন এসেছিলো- 'যত গর্জে তত বর্ষে না'। The proverb says, "The more it roars, the more it rains." আরেকটা ট্রান্সলেশন এসেছিলো- তার কথায় আমার হাসি পায়।

সুরভি আজ অনেক কিছু রান্না করেছে।
আসলে সে গতকাল রাত থেকেই রান্না শুরু করেছে। ফারাজার স্কুলের গার্জনদের খাওয়াবে। রুটি পরোটা, খিচুড়ি, গরু মূরগী সবই করেছে। এমনকি সেমাই, নুডুলস, চা কফিও করেছে। ফলাফল এ মাসে আমাকে আরেকবার বাজার করতে হবে। এত খাবার রান্না করেছে বলেই আমি বাসা থেকে না খেয়ে বের হয়েছি। চা-ও খাইনি। কারণ, পুরো ঘরে খাবারের গন্ধ দিয়ে ভরে গেছে। আমার দম বন্ধ হয়ে আসছিলো। আমি বাংলামটর নেমে গেলাম। সুরভি আর ফারাজা চলে গেলো। আমার সময় থাকলে আমি ফারাজাকে স্কুল পর্যন্ত দিয়ে আসতাম। যাইহোক, এই মুহুর্তে আমার নিজেকে মিশরের সম্রাট বলে মনে হচ্ছে। এই মিশরের সম্রাটকে বাসায় ফেরার পথে কন্যার জন্য আপেল, আনার নিয়ে যেতে হবে। সেই সাথে আইসক্রিম। কারণ, মিশরের সম্রাট জানে বিকেলের মধ্যে ফোন এসে যাবে। কন্যা ফোন দিয়ে বলবে, বাবা আইসক্রিম নিয়ে এসো। মা'র জন্যও এনো। কিন্তু বলবে না- বাবা তোমার জন্যও এনো।

আজ আমাদের নাস্তা করিয়েছেন বরকত ভাই।
প্রচুর খাবার এনেছেন। অনেক পদের খাবার এনেছেন। কোনটা রেখে কোনটা খাই! রিজিক বড় অদ্ভুত ব্যাপার! সুরভি অনেক কিছু রান্না করেছে। কিছুই খেলাম না। সুরভি মন খারাপ করেছে। সুরভি তো জানে না- আল্লাহপাকের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কোনো উপায় নাই। এই মাত্র জানালার সামনে দাঁড়িয়ে এক কাপ চা খেলাম। চমৎকার চা। দুধ চিনি সব পারফেক্ট। গান বাজছে। রবীন্দ্র সঙ্গীত। 'পাগলা হাওয়ার বাদল দিন.....'। চা শেষ করার পরই মনে হলো- লাইফ ইজ বিউটিফুল। আজ কোনো কাজ নয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। ইচ্ছা করেই ছাতা ছাড়াই বের হয়েছি। বৃষ্টির দিনে সামান্য হলেও ভিজতে হবে। বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাসায় ফিরেছি, বৃষ্টিতে ভিজে অফিস থেকে বাসায় ফিরেছি। এক মেয়ের সাথে দেখা করে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরেছি। সেই সব অতীত আমি ভুলি নাই। সুরভি আর আমি একদিন ছাদে বৃষ্টিতে ভিজেছি। সুনীলের একটা বই আছে, বৃষ্টিতে ভেজার বয়স।

ইদানং কিচ্ছু লেখা হচ্ছে না।
অথচ মনের মধ্যে অনেক কথা জমা হয়ে আছে। লিখি। প্রতিদিনই লিখছি। লেখাটা মনের মতো হচ্ছে না। মুছে দিচ্ছি। আবার লিখছি। আবার কিছু লেখা পোষ্ট করে সরিয়ে নিচ্ছি। কেন এমন করছি আমি জানি না। অথচ সময় চলে যাচ্ছে। কত দ্রুত সময় চলে যাচ্ছে! দরকারী কাজ কিছুই হচ্ছে না। হাসান রাজার একটা গান আছে। চমৎকার গান। লোকজন বলাবলি করছে, হাসান রাজার ঘরবাড়ি ভালো না। তখন হাসন বলে, আগে যদি জানতাম কতদিন বাচবো তাহলে রঙ্গিন করে ঘরবাড়ি করতাম। কতদিন আর বাঁচবো? আয়নাতে সাদা চুল দেখা যাচ্ছে। এই গানটা আমাকে খুব ভাবায়। গানটার মধ্যে হাহাকার। এই হাহাকার বুকে এসে ধাক্কা দেয়। মনে করিয়ে দেয়- কি ঘর বানাইমু আমি/ শূণ্যেরও মাঝার! মরে গেলেই সব শেষ। থেমে যাওয়া। স্থির। শূন্য। কোথায় নিয়া রাখব আল্লায়! যাইহোক, আজ কোনো কাজ নয়। আজ বন্ধু শাহেদ জামালের সাথে সাক্ষাৎ হবে।

হুজুররা গানের বিরুদ্ধে- কিন্তু আমার গান ভালো লাগে।
সকাল থেকেই একের পর এক গান শুনছি। একমাত্র রাজাকার, জামাত শিবির শালা'রা ছাড়া সবাই গান ভালোবাসে। এদের চিরতরে বিতাড়িত করতে হবে। নইলে দেশের ভালো হবে না। সব জায়গায় জামাত শিবির ছেয়ে গেছে। ব্লগে এসেও এরা ইতরামি শুরু করছে। ব্লগটিম কেন এদের কান ধরে ব্লগ থেকে বের করে দেয় না? আমার কথা হচ্ছে- স্বাধীন বাংলাদেশে কোনো রাজাকার, জামাত শিবির থাকতে পারবে না। নো নেভার। এরা থাকা মানে পুরো জাতি পিছিয়ে যাওয়া। অনেক কষ্টে পাওয়া এই দেশ। এত সহজে ছেড়ে দিবো না শকুনদের হাতে। ৭১ অনেক কষ্টের। অনেক ত্যাগের। এখানে কোনো ছাড় হবে না। ৭১ এর পরাজিত শক্তি কোনোদিন সফল হবে না। মুক্তিযুদ্ধ আমাদের সাহস দেয়, ভরসা দেয়। জয় বাংলা।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৮

আবেদি১২৩ বলেছেন: বড় ভাইজান , আমার পোস্ট প্রথম পেজ এ আসেন নাই , এই জন্য আপনার কমেন্ট বাণিজ্য আমার পোস্ট এ দেন নাই , খুবই বেথা পাইলাম ভাইজান। কি দোষ আমার।

ভাইজান ভাবি কে আমার সালাম দিবেন , আপনার মেয়ে কে আমার ভালোবাসা দিবেন। আর ভাবি কে বলবেন দাওয়াত দিতে, খিচুড়ি আমার অনেক পছন্দ। আপনার মেয়ে কে বলবেন , যে দিন যেদিন দাওয়াত খেতে যাবো, সেইদিন এই চাচ্চু অনেক আইসক্রিম নিয়ে আসবে।

ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তন।

আরেকবার এসে দেখে যাবো , কে কি কমেন্ট করেছে। হাহাহা

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: আপনার অন্যান্য মন্তব্যে দেখলাম- সবাইকে স্যার স্যার বলছেন!!!
যাইহোক, আপনার আইডি থেকে ঘুরে আসিব। পড়িব। মন্তব্যও করিব।

হ্যা সুরভি খিচুড়ি ভালো রান্না করে। দারুন স্বাদ হয়। দাওয়াত পাবেন। দেরী হোক যায়নি সময়।

২| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: জামাত-শিবিরকে আওয়ামী লীগ শেল্টার দিয়েছে বিগত সতেরো বছর। যে দোষে বিএনপি দুষ্টু একই দোষে আওয়ামী লীগ ও দুষ্টু। ব্লগে ভিন্ন মত থাকবেই। জামাত-শিবির ঘনিষ্ঠ ব্লগাররা আওয়ামী লীগ এবং ভারত নিয়ে লিখছে দেখলাম। তারা কি দেশের বিরোধিতা করে লিখছে? এমন কোন লেখা তো চোখে পড়লো না। কিছু মৌলবাদ রিলেটেড লিখা আসছে কিন্তু সেগুলো মৌলবাদ কম বেকুববাদ বেশি। তারা সবাই প্রমাণ করতে চাইছে দেশে মৌলবাদ নেই। ইহা সাধারণ বিষয়। যেমন আওয়ামী লীগ প্রমাণ করতে চায় দুর্নীতি করলেও তারা মৌলবাদের বিরুদ্ধে! কিন্তু শেখ হাসিনার আমলে মৌলবাদের শিকড় সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই রাজাকার,জামাত-শিবির- বিএনপি এসব বলা বন্ধ করেন। খারাপ কাজ করলে সমালোচনা হবেই।

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আপনার এই দাঁত চিবিয়ে করা মন্তব্যের উত্তর আমি দিবো না। ওস্তাদ দেবেন। অপেক্ষা করুন।

আর জাতীয় সংগীত মূখস্ত করুন। আপনি অন্য দেশের জাতীয় সংগীত মূখস্ত করে বসে আছেন!! আজিব!!!

৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪২

মাথা পাগলা বলেছেন: এইভাবে যেন সারাজীবন সুখে-শান্তিতে পুরো জীবনটা কাটিয়ে দিতে পারেন! লেখা পড়ে মনটা ভালো হয়ে গেলো, আপনজনরা ভালো হলে আসলেই লাইফ ইজ বিউটিফুল। ভালো থাকবেন।

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

৪| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৬

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২২

জেনারেশন একাত্তর বলেছেন:



@কুতুব,

বৃটিশের সময় পুর্ব বাংলার মানুষ আধুনিক শিক্ষার সুযোগ পায়নি, যা পেয়েছে এমন কি কলিকাতার লোকজন। শেরে বাংলা ও মওলানা "শুধুমাত্র বাংগালীদের জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন"। আপনি ইতিহাস বুঝেন না; ফলে, আপনার ব্লগিং সব সময় কিছুটা পংগু ধরণের হবে।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জানবেন।

৬| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন@আপনি ইয়েমেন বুঝেন বাংলাদেশে গত ১৭ বছরে কি ঘটেছে তার মিনিমাম আইডিয়া নেই । দেশ নিয়ে আপনার ভাবনার দুই পয়সার দাম নেই। লিগের আমলে ২০ থেকে ২০০০ মাদরাসা হয়েছে এক একটি এলাকায়। আপনাকে গান বাজনা close করতে হয়নি। আমাকে করতে ফোরস করা হয়েছে । বেশিদিন আগে না ২০১৯ সালের কথা । ;)

Past নিয়ে পড়ে থাকেন । ইহাই এখন আপনাদের এসেট।

রাজিব নুর বলেছেন: জামাত-শিবির কে তিনি সামুতে লিখতে দিবেন না । ঢাবিয়ান বলছে : উনাকে ইউরোপ ভিসা লাগাই দিবে। টক্সিক blogging করে বেড়াবেন আর কেউ কিছু বললে গায়ে জালা ধরে তাই না ? ;)

৭| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



@কুতুব,

আমি ইতিহাস জানি ও সামনের সম্পর্কে কিছুটা অনুমান করতে পারি। ২০২৪ সালে জুলাই মাসে যা ঘটছে উহাকে "আমেরিকান ক্যু বলাতে" আমার নিক ব্যান করেছে; ব্যান করার আগে সামু আমাকে টেলিফোনে ওসব লিখতে মানা করেছিলো, আমি লিখেছি। আপনি "২য় স্বাধীনতার মুক্তিযোদ্ধা"।

৮| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর@ আপনি বলেছেন : আপনি "২য় স্বাধীনতার মুক্তিযোদ্ধা"।

একথা ১ম আপনার মুখে শুনলাম। আমি নিজে কোনোদিন এসব দাবি করি না । তবে আপনার লিখা পড়ে বুঝতে পেরেছি আপনার বিগত ১৭ বছরে বাংলাদেশে কি কি সামাজিক পরিবরতন এসেছে সেটা নিয়ে আইডিয়া কম । দেখেন না জাদিদ সাহেবের কাছে এখন ভালো লাগছে না । তিনিও আগেই ভালো( illusion';) ছিলাম দলের । মৌলবাদ যে সমাজে কবে গেড়ে বসেছে সেটা এখন তিনি টের পেয়েছেন । শেখ হাসিনা এবং আও্য়ামি লিগের কঠিন বিচার হওয়া উচিত উদাসিন বাঙালির সাথে deception এর জননো ।

আপনি কি ভাবেন বা বলেন আমাকে সেটা নিয়ে আমি ভাবিত নই । কেবল খারাপ লাগে রাজিব নুর কে কিছু বললে সে আপনাকে ডাক দেয় । :) । তবুও আমি চাই আপনি লিখুন , কথা বলুন ।

৯| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

বিজন রয় বলেছেন: আজকের ডায়েরী - ১৬৫ কবে লিখবেন?

১০| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

বিজন রয় বলেছেন: আবার এলাম কে কি মন্তব্য করছে জানতে।

১১| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

গার্জন বলতে আপনি সম্ভবত Parents বুঝিয়েছেন।
দাওয়াত করে খাওয়ানো ভালো।

১২| ১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মানুষ ধর্মকে ব্যবহার করলে আমার খুব কষ্ট লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.