নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা স্বৈরশাসক নন

১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৫



শেখ হাসিনা জীবন হাতে নিয়ে দেশে ফিরেছিলেন।
১৯৮১ সাল। সময়টা তখন কঠিন ছিলো। মেজর জিয়া চাননি শেখ হাসিনা দেশে ফিরে আসুক। শেখ হাসিনা দেশে না ফিরে উন্নত জীবনে গা ভাসিয়ে দিতে পারতেন। কিন্তু বাবার হত্যার বিচার এবং দেশের টানে উনি ফিরে আসেন। সেই সময় ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন, জংগীবাদ থেকে বাংলাদেশকে বাচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। মুক্তিযুদ্ধের পর ১০ জানুয়ারী শেখ মুজিব যখন দেশে ফিরে এলেন, সারা দেশের মানুষ তাকে স্বাগত জানিয়েছিলো। ঠিক সেভাবেই শেখ হাসিনাকে ১৯৮১ সালে দেশের মানুষ স্বাগত জানায়। উনি আওয়ামীলীগ নতুন করে গড়ে তুলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে যান। দেশের জন্য তার অবদান কম নয়। লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেন। বিশাল মানবতার পরিচয় দিলেন।

শেখ হাসিনা স্বৈরাচার নন।
রাজাকারদের বিচার দেশের মানুষের দাবী ছিলো। উনি সেটা সাহসিকতার সাথে করেছেন। শেখ মুজিবের হত্যার বিচার খুবই গুরুত্বপূর্ণ ছিলো। উনি সেটা করেছেন। দুষ্টলোকদের শেখ হাসিনা ধরে নিয়ে ফাসিতে ঝুলিয়ে দেননি। দেশের আইন অনুযায়ী তাদের বিচার হয়েছে। সাক্ষ্য প্রমান নিয়েই দুষ্টদের সাইজ করা হয়েছে। শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশকে, জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য রাজাকারদের বিচার এবং শেখ মুজিবের হত্যার বিচার করার প্রয়োজন ছিলো। বরং এই দুটা গুরুত্বপূর্ন কাজ না করলে দেশের মানুষ আশাহত হতেন। শেখ হাসিনা খারাপ কাজ কি করেছেন, সেটাই তো আমি খুঁজে পাই না। দেশ স্বাধীন হওয়ার পর দেশের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে আওয়ামীলীগ। বিএনপি যখন ক্ষমতায় ছিলো- দেশ তখন বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।
টানা ১৬ বছর! চারটেখানি কথা নয়। কাজেই দেশের ভালোর জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার ছিলো। একটা সংসারের কর্তা যদি একজন বাবা হন, তাহলে সংসারের ভালোর জন্য যে কোনো সিদ্ধান্ত বাবা নিতে পারেন। শেখ হাসিনা যা করেছেন দেশের ভালোর জন্য করেছেন। কিন্তু এ কথা সত্য কতিপয় বাজে লোক আওয়ামিলীগে প্রবেশ করেছে। তারা ইচ্ছে মতো দূর্নীতি করে আওয়ামী লীগের বদনাম করেছে। যদিও এটা পরিকল্পিত। এই কাজ অতি সূক্ষ্মভাবে করেছে জামাত। জামাত আওয়ামীলীগকে তিলে তিলে শেষ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে আগে প্রবেশ করে শিবির। যদিও জামাত তাদের নাম দিয়েছে K Za। অর্থ্যাত কেন্দ্রীয় কমিটির লোক। জামাত প্রতি সেক্টরে ঢুকেছে। সেনাবাহিনীতেও আছে। সচিবালয়েও আছে।

জামাত অর্থনৈতিক ভাবে শক্তিশালী দল। কথা সত্য।
এদের ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই। ওদের ডোনারেরও অভাব নাই। তারা তলে তলে ব্যবসা প্রতিষ্ঠান করেছে শত শত। তারা বুঝে গেছে, টাকা প্রয়োজন। এই দেশে টাকা দিয়ে সব করা সম্ভব। যে পরিমাণ টাকা তাদের ফান্ডে আছে, সেই টাকা দিয়ে তারা বাংলাদেশের পর-পর তিনবার বাজেট করতে পারবে। ধর্মীয় কারনে একজন রিকশা চালক পর্যন্ত জামাতকে চাঁদা দেয়। তাদেরকে বুঝানো হয়েছে- আল্লাহর জমিনে, আল্লাহর আইন চলবে। আজকের দেশের গজব অবস্থার জন্য মূলত জামাত দায়ী। তারা ৭১ এর পরাজয় ভুলতে পারেনি। তারা পারেনি দেশকে ভালোবাসতে। এরা প্রতিশোধ নিতে চায়। জামাতকে দেশের মানুষ ঘৃণা করে। এদের পছন্দ 'পাক সার জমিন সাদ বাদ'। এরা আজও জিন্নাহকে বুকে ধারন করে। ৭১ এর পরাজিত শক্তিকে থামাতে শেখ হাসিনা আসবেন। শেখ হাসিনা দেশে এলে অনেকে প্যান্টের মধ্যেই পিসাব করে দিবে।

স্বৈরাচার হচ্ছেন- কিম জং উন।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এই লোক ডেঞ্জারাস। দেশটির জনগন মাথার চুল পর্যন্ত নিজের ইচ্ছায় কাটতে পারে না। ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসাইনকেও স্বৈরাচার বলতে পারেন। কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার বলা যাবে না। উনি দেশকে ভালোবাসেন। উনি যা করেছেন দেশের ভালোর জন্য করেছেন। আর উনি খারাপ কিছু করেন নাই। মেট্রোরেল, পদ্মাসেতু, কক্সবাজার রেলস্টেশন, রাজাকারের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, জঙ্গিবাদ নির্মূল, গ্রামীন রাস্তাঘাট উন্নয়ন- আসলে উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আমি শেখ হাসিনার বন্ধনা করার জন্য এই লেখা লিখছি না। যেটা সত্য আমি সেটাই বলছি। আমি রাজনীতি করি না। আমি কোনো দল করি না। ছাত্রলীগ দিনে দুপুরে বিশ্বজিত নামের এক ছেলেকে কুপিয়ে মেরেছে- আমি এই কর্মের জন্য ঘৃণা প্রকাশ করেছি।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: শেখ হাসিনা ৫ তারিখে প্রস্থনের পর ধর্মীয় মৌলবাদ আপনার ঘরে ও আঘাত হেনেছে। প্রিয় ভাতিজি ফারাজা হিজাব পড়ে ছবি তুলছে; সুরভি ভাবি নাকি নামাজ কালাম পড়ছে, কন্যা ও শিখাইতেছে। এইসব ভাল লক্ষন নয়!!!


নিউইয়র্ক থেকে গুরুজির নিকট পানি পড়া নিয়ে জলদি ঘর বন্ধ করুন; ধর্মীয় মৌলবাদী শয়তান যাতে গৃহে প্রবেশ করতে না পারে।

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যটা দুষ্টলোকদের মতো হয়েছে।

২| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: জিয়াউর রহমান দেশে ঢুকতে দেয়নি কথাটা মিথ্যা
জিয়াউর রহমান স্বৈরাচার হাসিনা কে সভাপতি করার জন্য সহযোগিতা করেছিলেন

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: আপনি আলাভোলা ভোকা মানুষ। কবি মানুষ।
আপনি সঠিক ইতিহাস জানেন না।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: মন্তব্য করলেই চাদগাজী কে ডেকে এনে আমাকে বকুনি খাওয়াবেন। তাই কিছু বলা থেকে বিরত থাকলাম।

পাক সার জমিন বাদ, স্বৈরাচার নিপাত যাক। :)

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি লাইনে আসুন।
আসাটা জরুরী। এতে আপনিই লাভবান হবেন।

৪| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪০

আহলান বলেছেন: কেউ তার বউকে মা ডাকতে চাইলে কে তাকে বাঁধা দেয়! বউ তো মায়ের চেয়েও বেশী প্রেম ভালোবাসা দেয় ... কেউ যদি এসব ভেবে বউকে মা ডাকে তো তাকে তাই ডাকতে দিতে হয় ..... ডাকুক ...সঠিক ইতিহাম উনি একাই যখন জানেন ...আর সবাই নালায়েক বেএলেম নাদান মূর্খ ...

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: মানুষ হও।

৫| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: হাঁছা নি?

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: একটা লাইনও মিথ্যা নয়।

৬| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৪

আমি নই বলেছেন: ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন মানে কি? বাংলাদেশ কি ভারদের অংগরাজ্য বলে মনে করেন?? আর ইন্দিরা গান্ধী কি হাসিনাকে দিয়ে জিয়া কে হত্যা করিয়েছিলেন? যতটুকু জানা যায় হাসিনা দেশে আসার পরেই জিয়াকে হত্যা করা হয়।

হাসিনা এত ভাল হলে নির্বাচনে জনগনের উপর আস্থা না রেখে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে হয়েছিল কেন? কিম জং উন ও এভাবেই ভোটের মাধ্যমে নির্বাচিত হন। যেখানে তার দল এবং তার অনুমদিত বিরোধীদল নির্বাচন করেন এবং কিম বিজয়ী হন।

টাকা জামাতের আছে এটা আসলেই সত্য বলেই মনে হয়, তাদের কর্মিরা চাদা দেয়, কিন্তু বর্তমানে লীগের চাইতে টাকা কারই বেশী নাই, দেশের বেশির ভাগ টাকাই লীগ পাচার করে নিয়ে গেছে।

নিজেকে মহাজ্ঞানী ভাবাটা মুর্খতার লক্ষন।

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ইন্দিরা বাংলাদেশের বন্ধু। এক নম্বর শুভাকাঙ্ক্ষী।
উনি ছিলেন বলেই, ৭১ এক কোটি শরনার্থী আশ্রয় পেয়েছিল। খাবার পেয়েছিলো।

হাসিনা ফেরেশতা নয়। তার কোনো কোনো দোষ থাকতে পারে।
ভোট! আওয়ামীলীগ ছিলো বলেই তো মেট্রোরেল পেয়েছি। পদ্মাসেতু পেয়েছি। বিএনপি এলে প্রতি বছর শুধু দূর্নীতিতে চ্যাম্পিয়ন হতাম। মেট্রোরেল, পদ্মাসেতু বিএনপি স্বপ্নেও ভাবতে পারতো না।

জামাত ডেঞ্জারাস। এরা খারাপ। দেশের জন্য ক্ষতিকর। এদের দমিয়ে রাখার জন্য হলেও শেখ হাসিনার দরকার।

আমি মোটেও জ্ঞানী নই। মগজহীন বলতে পারেন।

৭| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: বাল্যকালে শেখ হাসিনারে নিজ হাতে ভাত বেড়ে খাওয়াইছিলাম।
দুই বার।

জয়নাল হাজারীর বাসায়।

জ্বী না, জীবনেও ছাত্রলীগ আওয়ামীলীগ করি নাই।
কিন্তু স্থানীয় না? সবাই মনে করতো আমিও নৌকা মার্কা। কিন্তু হাজারী জানতো আসল কাহিনী। তিনি আমাকে ডাকতেন, "রেজারকার"।

যাই হোক, এগুলা বাল্যকালের স্থানীয় স্মৃতি।

গত পনের বছর বিদেশ থেকে যতবার আম্মার সাথে ফোনে কথা বলেছি প্রায় প্রতিবারই একবার না একাবার আম্মা বলতো, "এবার কিন্তু ফোন কেটে দেবো। " কেন জানেন? কথা বার্তার এক পর্যায়ে হাসিনা আর আওয়ামীলীগের উপর পইড়া যাইতাম। কারন ফেনীর ম্যাথর, চাঁড়াল, পকেটমার, ড্রাগ ডিলার, এবং বহিরাগত প্রচুর মাদারকোঁষ এরা সাবই আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ... যা-মন-চায়-তা লীগ। এরা আবার আমাদের নিজাম ভাইয়ার (এ্যাকচুয়ালি মামা) বিভিন্ন অংশ। কেউ ডাইন হাত, কেউ বাম হাত, কেউ ডাইন ঠ্যাং, কেউবা বাম ঠ্যাং। কেউ নাক, কেউ চোখ, কেউ নূনূ, কেউ বিচি... ডাইনের বিচি, বামের বিচি. . .
- - আম্মার সাথে তো আর এসব বলা যায় না,
তাই জানতে চাইতাম চামার গুলার চুরি-চামারি-তাফালিং এখন কোন পর্যায়ে?
আম্মা তাতেই ভয় পেয়ে যেতো, সব ফোন নাকি সার্ভেইল্যান্সের অওতায়। কোন দিন না কোনদিন ছাত্রলীগ অথবা পুলিশ লীগ ঘরে চলে আসে।


না গো ভাই, হাছিনা আপু কে ভাত বেড়ে খাওয়াইছি, বড় বড় চিংড়ি মাছ উনার খুউউব পছন্দ। আমি ধন্য গো!

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

৮| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৩

নতুন বলেছেন: ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন মানে কি?

বাংলাদেশ নিয়ে ভারতের প্রিস্কিপসন কেন নিতে হবে? শেখ হাসিনা ভারতের সাহাজ্য ক্ষমতায় এসেছে তাই তাদের গোলামী করেছে। তিনি বাবার হত্যার প্রতিশোধ নিতেই এসেছিলেন। তাকে দেবতার স্থানে বসিয়ে ধান্দাবাজেরা দূনিতি করেছে।

দেশে বিরোধী মত হলেই, ভারতের বিরোধী হলেই সেটা রাজাকার সেটা ভাবা বন্ধকরতে হবে।

কিছু পাকি শাবক দেশে আছে যারা ভারতীয় শাবকের ই কাউন্টার পার্ট। তারা ভাদা পাদা হিসেবেই থাকবে।

বাংলাদেশ স্বাধীন দেশ, ভারতের অঙ্গরাজ্য না যে ভারতের প্রিস্কিবসন অনুযায়ী চলতে হবে। দেশপ্রেম থাকলে বিশ্বের সকল দেশের সাথেই পাল্লা দিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

কিন্তু সবার আগে সকল পাকি দালাল আর ভারতীয় দালালদের পশ্চাতে লাথি দিতে হবে ।

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: আরে থামুন।
ভুলভাল বকা বন্ধ করুন। যার যতটুকু অবদান আছে- মন খুলে বলুন। প্রকাশ করুন। তাতে আপনি ছোট হয়ে যাবেন না। ''তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা'' বইটা পড়ূন। আপনারা তো পড়তে চান না। শুধু মানুষের মুখে শূনে শুনে ব্লগিং করেন।

হাসিনাকে ক্ষমতায় বসানোর কিছু নেই।
সে দেশে এসেছে। জনগন তাকে গ্রহন করেছে। খুশি হয়েছে। তাকে পেয়ে সাহস ফিরে পেয়েছে।


হ্যা একটা কথা খাটি বলেছেন- সবার আগে সকল পাকি দালাল আর ভারতীয় দালালদের পশ্চাতে লাথি দিতে হবে। একদম সঠিক। রাইট।

৯| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আফলাতুন হায়দার চৌধুরি@জয়নাল হাজারির কয় ভাইবোন ? আর তারা এখন কোথায় ? আপনি দেখি হাজারি বাড়ির মেলা কাছের । বলেন তো দেখি ? :D

১০| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁকে স্বৈর শাসক বলা লোকের সংখ্যা মনে হয় বেশী। তিনি অনেকের বিচার করেছেন, এখন তিনি আবার বিচারের আওতায় আছেন।

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: মুরুব্বি সূর্যকে দাবিয়ে রাখা যায় না।

১১| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ইন্দিরা বাংলাদেশের বন্ধু। এক নম্বর শুভাকাঙ্ক্ষী।
উনি ছিলেন বলেই, ৭১ এক কোটি শরনার্থী আশ্রয় পেয়েছিল। খাবার পেয়েছিলো।


শুভাকাঙ্ক্ষীর একটা লিমিটেসন থাকতে হয়, অন্যদেশের জনগন কি করবে সেটা তাদের ব্যাপার। হাসিনাকে যদি ইন্দিরা গংরা ক্ষমতায় বসিয়ে থাকে তাহলে স্পষ্টই ইন্দিরা গংয়ের দালালী করবে এটাই স্বাভাবিক।

লেখক বলেছেন: হাসিনা ফেরেশতা নয়। তার কোনো কোনো দোষ থাকতে পারে।
ভোট! আওয়ামীলীগ ছিলো বলেই তো মেট্রোরেল পেয়েছি। পদ্মাসেতু পেয়েছি। বিএনপি এলে প্রতি বছর শুধু দূর্নীতিতে চ্যাম্পিয়ন হতাম। মেট্রোরেল, পদ্মাসেতু বিএনপি স্বপ্নেও ভাবতে পারতো না।


আমি বিএনপি নই, কিন্তু বিএনপির আমলেই দেশের প্রথম মেগাপ্রজেক্ট এবং তৎকালিন সবচাইতে বড় সেতু, যমুনা সেতু হয়েছিল, তাই বিএনপি পারতনা এটা আপনার ভুল ধারনা। অথবা আপনি জানেন না।
আর উন্নয়নই যদি একমাত্র বিবেচ্য বিষয় হয়ে থাকে তাহলেতো বিএনপিও যমুনা সেতু করেছিল, তাকে সরালেন কেন?এরশাদকেও টেনে নামানোর দরকার কি ছিল? তার আমলেওতো উন্নয়ন কম হয় নাই।

জামাত ডেঞ্জারাস। এরা খারাপ। দেশের জন্য ক্ষতিকর। এদের দমিয়ে রাখার জন্য হলেও শেখ হাসিনার দরকার।

আর হাসিনা? মহা ডেঞ্জারাস।

আমি মোটেও জ্ঞানী নই। মগজহীন বলতে পারেন।
সে জন্যেই অন্যকে বলেন ইতিহাস জানেন না ? ভাব খানা ইতিহাস আপনি একাই জানেন।

১২| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২১

নতুন বলেছেন: লেখক বলেছেন: ইন্দিরা বাংলাদেশের বন্ধু। এক নম্বর শুভাকাঙ্ক্ষী।
উনি ছিলেন বলেই, ৭১ এক কোটি শরনার্থী আশ্রয় পেয়েছিল। খাবার পেয়েছিলো।


লেখক বলেছেন: আরে থামুন।
ভুলভাল বকা বন্ধ করুন। যার যতটুকু অবদান আছে- মন খুলে বলুন। প্রকাশ করুন। তাতে আপনি ছোট হয়ে যাবেন না। ''তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা'' বইটা পড়ূন। আপনারা তো পড়তে চান না। শুধু মানুষের মুখে শূনে শুনে ব্লগিং করেন।


ভারত তার সত্রু পাকিস্তানকে পরাজিত করতে বাংলাদেশকে সাহাজ্য করেছে।
এখানে শুভাকাক্ষী বলে কিছু নাই।
এখন শেখ হাসিনা নেই বলে ভারত বাংলাদেশীদের চিকিতসা করতেও ভিসা দিচ্ছে না।
একটা অসুস্থ মানুষের কি দোষ?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য রাজনিতি করতেন। শেখ হাসিনা বাবার হত্যাকারীদের সাজা আর যেই জাতী তার বাবাকে হত্যা করেছে দেশের মানুষের উুপরে তার রাগ মিটাতেই দেশে এসেছিলেন।

নেতাদের পীর ভাবার মতন অন্ধ হলে কি চলে???

১৩| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৮

মেঠোপথ২৩ বলেছেন: আজকাল আর পারিবারিক ছবি দেন না । আপনাদের যৌথ পরিবারের একত্রে বিভিন্ন অনুষ্ঠান পালনের সুন্দর বর্ননা সম্বলিত জাপিত জীবনের পোস্ট আর দেখি না। এইসব কি হাবিজাবি আবর্জনা পোস্ট করেন?

১৪| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৬

মাথা পাগলা বলেছেন: বাংলাদেশে সব ক্ষমতাবানরাই কম-বেশী স্বৈরশাসক। এই তর্কে যাবো না। তবে ৫ আগষ্টের আগে দেশের সবাই লীগার ছিলো, ফেবু সেলিব্রেটি-ব্যাবসায়ী সব। আপা পলায়নের পর সবাই লীগার বিরোধী, বাঙালীর হঠাৎ এরকম ডিগবাজী খাবার কারন কি?

তবে আপা আর ৫ বছর থাকলে দেশ এমন গর্তে ঢুকতো উপর থেকে মানচিত্র দেখা যাইতো কিনা সন্দেহ। আবার দেশ এখন যেমনে চ্যালচ্যালাইয়া চলতাসে পরের ১~২ দশকে ভালো কিছু হবে বলে মনে হয় না। কঠিন সত্যি কথাটা হইলো বাংলাদেশ একটা লস প্রজেক্ট, মাল্টি ট্রিলিয়ন ডলার গিফট করলেও ঘুরাইয়া প্যাঁচাইয়া সেম জায়গায় আসবে।

এই যে আগষ্টে যে এত্তগুলো মানুষ মরলো পাবলিকলি লীগের পক্ষ থেইকা কোন অনুশচনা করতে দেখসেন? তা না করে খালি তারা শুধু বর্তমান সরকার ব্যর্থতা নিয়ে কথা বলছে।

১৫| ১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আফলাতুন@আশা করবো একদিন জয়নাল হাজারিকে নিয়ে লিখবেন ।

১৬| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৩

কামাল১৮ বলেছেন: আবার জীবন হাতে নিয়েই দেশে ফিরবেন।

১৭| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:




প্রিয় রাজীব ভাই,
আপনি রাজনীতির মানুষ না। আপনাকে আমি 'চিনি'। রাজনীতিতে ঢুকলে ধোঁকা খাবেন।

রাজনীতি ছাড়াও অনেক বিষয় আছে লেখার।

১৮| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:




শেখ হাসিনা ধোঁকা খেয়েছেন উনার নফসের কাছে।

১৯| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:




তবে, উনি ভালো ফ্যামিলির মানুষ ছিলেন। তাঁর পূর্বপুরুষরা কখনোই দেশের সাথে ধোঁকাবাজি করেন নাই।

২০| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুরুব্বি সূর্যকে দাবিয়ে রাখা যায় না। সূর্যের সাথে আপনি তাঁর তুলনা করলেও তিনি আসলে সূর্য নন। তিনি পালিয়ে যাবেন এটাও কেউ কোন দিন ভাবেনি। মানুষ যা ভাবে না এমন অভাবনীয় ঘটনাও মা্নুষের বেলায় ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.