| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বলিলে তুমি ভাল
সে বলিল সেও ভাল,
সবই যদি ভাল
তবে কেন এত কালো।
তুমিও ঠিক সেও সিক
মনেতে সততা সবার,
আমার পথে আমি রব
যা হবার তাই পাবার।
কি হবে এত পেয়ে
কি করবে তা দিয়ে,
মরন আসিবে যখন
যাবেনা তা নিয়ে।
কালতে রইলে পরে
আলো নেই সাথে,
এসব না ভাবিয়া
তুমি রইলে তোমাতে।
মারিয়া সুখ তুমি
সুখ খুজে বেরাও,
পাইলে যখন তারে
কেন তবে হারাও।
নয় হিংসা নয় খোব
এসো গড়ি তবে
ভালবাসি তারে
তবেই সুন্দর হবে ।
©somewhere in net ltd.