| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বি আর টি সিতে একজনের টিকেট আর একজনের কাছে বিক্রি কর হচ্ছে হরদমে । আরএকটু পরিস্কার করে দেই। একটি টকেট বিক্রি করে
সেই টিকেটটি না ছিড়ে সেই টিকেট আর একজনর কাছে বিক্রি করা হচ্ছে। আবার আরো একটি জিনিস দেখ যাচ্ছে যে ড্রাইভারের নিজেস্ব লোক থাকে য়ারা গাড়ির ভেতরে বশে টিকেট কাটে। প্রাথমিক অবস্থায় মনে হবে তাতে সমস্যা কি, গরিভ মানুষ একটু টাকা পাচ্ছে তাতে সমস্যা কৈ,পাকনা। কিন্তু প্রকৃতপক্ষে তারা রাজস্ব ফাক দিচ্ছে। এই খতির ভারটা আবার আমাদেরই উপরে এসে পরবে। তাই বলছি সবাইকে ছোট ছোট দূরনীতির ছাড় দেবেন না।
কারন বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু সমুদ্রের স্রিষ্টি। আমরা সচ্চার হই আর দেশকে রক্ষা করি। আল্লাহ্ হাফেছ।
©somewhere in net ltd.