নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমণে বাংলাদেশ

অতঃপর তুমি

অতি সাধারন মানুষ

অতঃপর তুমি › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসতে পারেন হরিনপালা ইকো পার্কে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

ভ্রমণ পিপাসুদের জন্য নতুন নতুন পর্যটন কেন্দ্র বা ইকো পার্ক একপ্রকার নতুন আকর্ষণ । আর মনে যোগায় অফুরন্ত আনন্দ। আর এই সব আনন্দ প্রিয় মানুষদের জন্যে কর্তৃপক্ষ গড়ে তোলে নিত্য নতুন আকর্ষণ। যাইহোক কিছুদিন আগেই বন্ধুদের নিয়ে ঘুরে এলাম মঠবাড়িয়ার তুষখালিতে নতুন গড়ে ওঠা "হরিনপালা ইকো পার্কে" । বেশ আনন্দেই কেটেছিল দিনটি।পার্কে ঢুকতে কোন টিকিটের প্রয়োজন হয় না। পার্কের পরিবেশ বড়ই মনোরম। পার্কটি নদীর কোল ঘেষে তৈরি করা হয়েছে। আর আপনি চাইলেই স্প্রিং বোটে নদীতে রাইড দিয়েও আসতে পারেন। পার্কে গুরে বেড়ানোর জন্য রয়েছে ঘোড়ার গাড়ী। পার্কে পাশেই ঝাউবন রয়েছে কাশবন। সৌন্দর্যবর্ধনের জন্য রয়েছে নানারকম ফুলও ফল গাছ। আড্ডার জন্য রয়েছে কফিশপ।পাশেই গড়ে উঠেছে গেস্টহাউজ...লেক রয়েছে নানা আয়জন। এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে হরিন। মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী জনাব আনোয়ার হোসেন (মঞ্জু) সাহেবের সহযোগীতায় এই হরিন গুলো সংরক্ষণ করা হয়েছে। জনাব মহিউদ্দিন মহারাজ এর প্রচেষ্টায় এই পার্কটি প্রতিষ্ঠিত। নানা রকম কারুকার্য মন্ডিত ভাস্কর্য রয়েছে এই পার্কে। সব মিলিয়ে দারুন। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। আমি এইটুকু বলতে পারি আপনার অর্থ ব্যায় করা সার্থক হবে।

যাওয়ার পথঃ বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলা শহর থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্য প্রতি এক ঘন্টা পর পর বাস ছারে। আর সেই বাসে উঠে বললেই হবে যে তুষখালিতে নামিয়ে দিবেন তাহলেই হবে। ভাড়া হবে ৬০ থেকে ৭০ টাকা। এরপর সেখান থেকে অটো-বাইক বা রিকশা যোগে সরাসরি পার্কে যাওয়া যায় ভাড়া জনপ্রতি ২০ টাকা।সময় পেলে ঘুরে আসবেন।
সবাই ভাল থাকবেন।

লেখকঃ রাজিব বিশ্বাস

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

অদৃশ্য বলেছেন:



নতুন জায়গা সম্পর্কে জানলাম...

শুভকামনা...

২| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০

অতঃপর তুমি বলেছেন: ধন্যবাদ আপনাকে অদৃশ্য।সময় পেলে ৃ ঘুরতে আসবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.