![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(রাজিব রাজ) : একুশ শতকে নারী উন্নয়ের নজির থাকলেও এটি চোখে পরার মতোন, একটু ভিন্নধর্মী কারন গল্পটা মুজিব কে ভালবাসার তারই আদর্শের পথিক হওয়ার। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী পর্যায়ে নারীর ক্ষমতায়ন হলেও তৃনমূল পর্যায়ের রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় পদচারণা খুব কমই দেখা যায় ।এর কারন ও অনেক যার মধ্যে প্রথমত সামাজিক দ্বিতীয়ত প্রথাগত কিছু বিষয় তৃতীয়ত লাঞ্ছনিত হওয়ার ভয় এবং বিশেষ দিকটি হল মুজিব ইতিহাস শুধু ইতিহাস হিসবে পড়া। পদে পদে বাধা থাকা সত্বেও সকল শৃঙ্খল ছিড়ে মুজিব চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হলেন মেরিনা মুক্তা ।পটুয়াখালী ছাত্রলীগের "ছাত্রী বিষয়ক সম্পাদক" সক্রিয় এই নেত্রী তার চারিত্রিক গুন ও তার কর্ম দিয়ে জিতে নিয়েছে হাজারো মানুষের মন। তৃনমূল কর্মীরা মনে করেন মেরিনা মুক্তা পটুয়াখালী ছাত্রলীগ এর সোনালী অর্জন । সত্যিকার অর্থেই ছাত্রলীগের আকাশে মেরিনা মুক্তা একটি উজ্জ্বল নক্ষত্র।
মেরিনা মুক্তার মতো ত্যাগী নেত্রীদের দেখাদেখি নারীদের অংশগ্রহণে পটুয়াখালী ছাত্রলীগ তথা সারা বাংলাদেশের ছাত্রলীগে নীরবে হতে চলেছে এক বিশাল পরিবর্তন । সকলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সকলের শুভ কামনায় ....
ব্লগার অত:পর তুমি
©somewhere in net ltd.