নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমণে বাংলাদেশ

অতঃপর তুমি

অতি সাধারন মানুষ

অতঃপর তুমি › বিস্তারিত পোস্টঃ

বাংলার নদ-নদী-ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬


চিত্রঃ রাজিব বিশ্বাস

রাজিব বিশ্বাস। প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০১৭
অসাধারন সুন্দর এই ফুল আমরা প্রায়ই পথেঘাটে দেখে থাকি কিন্তু
নাম জানি না অনেকেই।এর সৌন্দর্য ধরা পড়েছিল রূপসী বাংলার
কবি জীবনানন্দ দাশের কবিতায়।এই ফুলের নাম ভাঁটফুল।যা সাধারন
মানুষের নজড় কাড়তে পরেনি কবি তার মধ্যেই বাংলার অপরূপ
প্রকৃতি খুজে বেড়িয়েছে। যেমনটা দেখতে পাই "বাংলার মুখ"কবিতার নিম্নোক্ত পঙক্তিতে :
“ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়
বাংলার নদ-নদী-ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়”

বাংলাদেশের সর্বত্রই এ ফুলের দেখা মেলে। ভাঁটফুল দেশী গুল্মজাতীয় বুনোফুল। সাধারনত জানুয়ারী থেকে মার্চের মাঝামাঝি সময়ে এ ফুল ফোটে।আকৃতিতে
ছোট ও নরম শাখা প্রশাখা বিশিষ্ট ঝোপ জাতিয় হয় এর গাছ। আর গাছে তোড়ার মতো ভাঁটফুল ফুটে থাকে। রাতে ভাঁটফুল গন্ধ ছড়ায়। ঠান্ডা মৃদু বাতাসে গ্রাম্য রাস্তার পাশের ঝোপঝাড়ের ভাঁটফুল হতে আগত সুগন্ধে মন ভাল হয়ে যায়। ভাঁট ঔষধিগুণসমৃদ্ধ একটি গাছ এর রয়েছে নানাবিধ উপকারীতা এর পাতা অ্যাজমা, টিউমার, সাপের কামড় ও চর্ম রোগে ব্যবহার হয়।গুটি বসন্তের রোগীকে গাছের কচিপাতা গরম পানিতে জাল দিয়ে গোসল করালে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এর মূলের নির্যাস দাঁতের ক্ষয়রোগ, পেটব্যথা, ও হিস্টিরিয়ার উপশম করে। অঞ্চলভেদে একে বনজুঁই, ভাটি ফুল বা ঘেটু বলেও ডাকা হয়। ইংরেজিতে এর নামঃ Glory Bower, Honolulu rose
এর বৈজ্ঞানিক নাম: Clerodendrum viscosum
সমনামঃ Clerodendrum infortunatumauct. Volkameria infortunata Roxb. Clerodendrum infortunatumGaertn.
পরিবার:Verbenaceae.
বাংলা নামঃ ভাঁটফুল, ঘেটু।
ইংরেজি নামঃ Glory Bower, Honolulu rose.

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ভাটফুলের আরো একটা নাম আছে, সেটা হল বনজুঁই। চলতে পথে এই ভাটফুলদের মৌ মৌ গন্ধ সত্যিই অসাধারণ! ভালোলাগে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

অতঃপর তুমি বলেছেন: আপনার দেওয়া তথ্য সাদরে গ্রহণ করলাম, ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

সামিয়া বলেছেন: ভালোলেগেছে ভাঁটফুল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

অতঃপর তুমি বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: অতঃপর তুমি ,




একটি অপাংতেয় ফুলের যে রূপ এঁকে দিলেন ছবি আর জীবনানন্দ দাশের কলমে, তার মৌ মৌ গন্ধ নাকে এসে লাগলো খুব !

অতঃপর একটা ধন্যবাদ আপনাকে দিতেই হয় ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৩

অতঃপর তুমি বলেছেন: সুুন্দর একটি মন্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.