নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rajib Samir (রাজিব সামির)

mdrajibsamir

আমার ভেতর আরেক আমি... যাকে আমি চিনি না......। রাজিব সামির

mdrajibsamir › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা যা শুনলে খুশি হয়

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:২২



নারীরা আসলে কী শুনতে চায় বা তারা কী শুনলে মুগ্ধ হয় – এ নিয়ে ভারতের টাইসম অব ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে।



তোমাকে দারুণ দেখাচ্ছে: কি চমকে উঠলেন? হয়তো ভাবছেন এটা আবার বলার কি হলো? কিন্তু তাকে কেমন দেখাচ্ছে এটা জানার জন্য নারীরা সত্যিই আগ্রহী। কারণ প্রশংসায় কে না খুশি হয়।



তুমিই আমার জীবনের প্রথম নারী: নিজেকে প্রেমিকার কাছে ‘ওয়ান ওম্যান ম্যান’ প্রমাণ করার চেষ্টা করুন। তুমিই আমার জীবনের প্রথম নারী—এই কথাটা শুনতে নারীরা সত্যিই খুশি হয়।



তুমি সত্যিই ভালো মা হতে পারবে: সন্তান লাভের আকাঙ্খা সব নারীই থাকে। তবে, তারা ভালো মা হতে পারবে কি না এ নিয়ে তাদের সন্দেহ থাকতেই পারে। এই সন্দেহ দূর করার দায়িত্বটা কিন্তু আপনি নিতে পারেন। আপনি যদি তাকে বলেন, তুমি সত্যিই ভালো মা হতে পারবে, সে এটা শুনলে খুশি হবেই।



তুমি কি সবসময় পাশে থাকবে: আপনার সঙ্গিনীকে বলুন তাকে ছাড়া আপনার জীবন অপূর্ণ। আপনি শুধু শুধু তার সঙ্গে সময় কাটাচ্ছেন না। তাকে সারা জীবনের জন্যই পেতে না। নারীরা এই কথা শুনে নিরাপদ বোধ করে।



তুমি এ ব্যাপারে কী ভাবছো: আপনার সঙ্গিনীর মতামত নিন। ছোটখাট ব্যাপারেও মতামত চাইলে নারীরা খুশি হয়।



তুমিই আমার সবচেয়ে ভালো বন্ধু: আপনার সঙ্গিনীকে বলুন, শুধু তার চেহারা দেখে তার প্রেমে পড়েননি। বরং সে আপনার সবচেয়ে ভালো বন্ধু। প্রেমের সম্পর্কের বাইরেও যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ- এই বিষয়টি প্রতিষ্ঠা করতে চেষ্টা করুন।



তোমাকে পেয়ে আমি ভাগ্যবান: তাকে বলুন, আপনি শুধুই তার। সে আপনার জীবনে না আসলে আপনি হয়তো এখনো একাই থাকতেন। আর তাকে পেয়ে যে আপনি কতটা ভাগ্যবান এটা বলতেও ভুলবেন না।আমি কি ভাবছি তুমি তা জানো: প্রেমিকাকে সর্বজ্ঞ প্রমাণ করতে চান? শুধু তাকে গিয়ে বলুন, আমি কি ভাবছি তুমি তো জানো। ব্যস, আর কিছু লাগবে না। আপনার প্রেমিকা এ কথা শুনে এমনিতেই হাওয়ায় ভাসবে।



আই লাভ ইউ: আই লাভ ইউ। থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। রোমান্টিক মুহূর্ত থেকে শুরু করে সম্পর্কের টানাপড়েন- সব সময়ই কাজে দেয়। তাই কানে কানে একবার বলেই দেখুন না— আই লাভ ইউ।



সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৬

মুস্তাক বলেছেন: দিন বদলে গেছে ভাই, কথায় চিড়ে ভিজেনা । কিছুই বলার দরকার নেই সন্ধ্যেবেলাফ এক বান্ডেল টাকা দিয়ে দামি গাড়ি দিয়ে বলুন সপিং করে আসতে, দেখবেন আপনার চেয়ে ভাল মানুষ নেই এ জগতে ।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

mdrajibsamir বলেছেন: সহমত

২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৯

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: পুরান কথা

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২

mdrajibsamir বলেছেন: পুরান কথা নতুন ভাবে

৩| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৯

মাথাল বলেছেন: জানতে পেরে ধন্য হয়ে গেলাম।
চমৎকার নির্বাচিত পোস্ট একটা। :-B :-B B:-)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪১

mdrajibsamir বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: এই পোস্ট শুধু নির্বাচিততে কেন ! স্টিকি করা হোক । B:-)

৫| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


৬| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

Rajib327 বলেছেন: দিন বদলে গেছে ভাই, কথায় চিড়ে ভিজেনা। সাথে কিছু উপহার দিলে মনে হয় কাজ হবে। ;) ;) ;) ;) ;) ;)

৭| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অপূর্ন বলেছেন: এই পোস্ট শুধু নির্বাচিততে কেন ! স্টিকি করা হোক ।

টাস্কি খাইলাম B:-)

৮| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

রমিত বলেছেন: Click This Link

৯| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ঢাকাবাসী বলেছেন: এসব আজকাল অচল। পকেটে মাল থাকলে সব ঠিক নাইলে---'প‌্যাচাল পারবানা, যাও অহন, গেলি'!।

১০| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:২০

রাজীব হোসাইন সরকার বলেছেন: চেলেঃ তুমিই আমার জীবনের প্রথম ও একমাত্র নারী।
মেয়েঃ টাসকি খাইলাম মিনসে। আমিই যদি প্রথম নারী হতাম তাহলে বলে বোঝাতে না। নিশ্চয় আরো অনেকেই ছিল। খুইলা ক।

এখন এই হলো বাস্ত্ববতা। তবে আপনার লেখার প্রত্যেকটা কথার সাথে আমি একমত। শতভাগ না হলেও নিরানব্বই তো অবশ্যই। ৯৯% আপনার লেখার অন্তর্গত। এমন অসাম্ন্য পোস্টের জন্য ধন্যবাদ দিতে কার্পন্য করলাম না। :)

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

শাহরিয়ার নীল বলেছেন: ভালো বলছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.