নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

হিন্দু মেয়েদের পোশাক ও আচরণ কুরুচিপূর্ণ এবং অশালীন বলেই (উস্কানিমূলক পোস্ট)

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আমার এ পোস্টে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলার একটু দুঃসাহস দেখাবো

তবে ধর্মান্ধদের পোস্ট পড়ে মুখস্ত করার অনুরোধ করছি

যারা সচেতন তাদের না পড়লেও চলবে -

~

~

~

~

~

~

~



একটা দারুন লাইন দিয়ে খবরের শুরুটা ছিলো, বক্তা ছিলেন কোন একটি ইসলামী দলের কর্মী, নেতা কিংবা সমর্থক যারা বলেন যে তারা আল্লাহর শাসন প্রতিষ্ঠার সংগ্রাম করছেন -

কথা টা ছিলো 'হাতের শাঁখা ভেঙে ফেল, না হয় ধর্ষণ করব'

জামায়াত-শিবির ক্যাডারদের এমন হুমকির মুখে বাঁশখালী পৌরসভার জলদী গ্রামের ধোপাপাড়ার এক গৃহবধূ তার হাতে থাকা শাঁখাও ভেঙে ফেললেন। তবু নিস্তার পাননি।



তার মতো আরো কয়েকজন গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে ক্ষান্ত হয়নি ওরা। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় একে একে সাতটি বসতঘর ও আশ্রম।



খবরের অনেক রেফারেন্স পাবেন, আমি পেয়েছি কালের কন্ঠে



যাই হোক, বাংলাদেশে একটা রাজনৈতিক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অত্যাচার, আমি জানিনা এর কারন কী। এর আগে যখন বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এলো, তখনো এভাবেই হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিলো, হিন্দু ছেলেদের মারধর ও হত্যা করা হয়েছিলো আর হিন্দু মেয়ে-বউদের সাথে কি করা হয়েছিলো তা আপনারা সবাই জানেন।



কিছুদিন আগে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা নিয়ে বেশ হৈ চৈ হয়েছিলো

তখন এক দল মানুষ বলেছিলেন ধর্ষনের জন্য ছেলে মেয়ে উভয়ই দায়ী

কারন মেয়েদের এমন কিছু আচরণ ও পোশাক পরিচ্ছদ থাকে যা তাদেরকে ধর্ষিত হবার নেপথ্যে কাজ করে (আমি নিজে ঐ দলে ছিলাম না)



তবে গত কয়েকদিনের জামায়াত-শিবিরের সংখ্যালঘুদের উপর আক্রমণ ও যৌন নিপীড়ন আমাকে কিছু প্রশ্ন রাখতে বাধ্য করে-

কিন্তু প্রশ্নগুলো করে লাভ কী?

এর উত্তর কে দেবে? যাদের দেবার কথা তারা হয়তো এই মুহুর্তে কোন না কোন হিন্দু বাড়িতে আগুন দিচ্ছে কিংবা কোন হিন্দু মেয়ের লজ্জার কান্না উপভোগ করছে



হিন্দু মেয়েগুলো নিশ্চই কোন খারাপ পোশাক পড়েছিলো, কিংবা এমন কোন আচরণ করেছিলো যা যৌন উদ্দীপনামূলক - সুতরাং দোষ অবশ্যই মেয়েগুলোর



আচ্ছা যেদিন বাংলাদেশের সব সংখ্যালঘু মেয়েগুলোকে ধর্ষণ করা হয়ে তখন ওরা কাদের কাছে যাবে?



মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শিরোনাম বলেছেন: স্বাধীন দেশে আমরা যেমন কোন রকম হামলা সহ্য করবোনা, তেমনি ব্লগে কোন রকম উস্কানীমূলক পোস্টও সহ্য করবোনা।

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

রাজীব দে সরকার বলেছেন: খোলা আকাশের নিচে আজ যারা বিনিদ্র রাত কাটাবে তাদের এ করুণ দশার জবাব কেউ দেবে কী?

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

শাহীন ভূইঁয়া বলেছেন: শুধু ব্লগারদের জন্যই সব শালাদের চাটি পাটি উঠে যাচ্ছে .......ব্লগার আর কি কি জানে এখনো দেখাই নি......কোন দেশদ্রোহী পালানোর পথ পাবে না ...........জাষ্ট ওয়েট

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

রাজীব দে সরকার বলেছেন: আমিও চাই কোন দেশদ্রোহী যেন পালানোর পথ না পায়
বাংলাদেশ শাপমুক্ত হোক

জয় বাংলা

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ৃ্্্মামুন পৃষ্ঠা বলেছেন: -------

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

রাজীব দে সরকার বলেছেন: -------------------

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

রুদ্র মানব বলেছেন: এই প্রশ্নের উত্তর কাছে কার কাছে পাবেন তার কুনু গ্যারান্ট নাই ,

কিন্তু জামাত শিবিরের আশ্রয়দাতারাই এসব ঘটনার জন্যে মূল দায়ী ।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

রাজীব দে সরকার বলেছেন: সহমত

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রাজীব বলেছেন: একদল বলে ছাগু মারো। আর কেউ বলে নাস্তিক ঠেকাও।

কেউ বলে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আবার তারাই বিশ্বজিৎ হত্যাকারীদেরকে ধরে না, তারাই আবার ধর্ষনে সেন্চুরীকারিদের ধরে না।


আমরা সাধারন জনগন মনে করি অন্যায় যেই করুক সেই অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হোক।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩১

রাজীব দে সরকার বলেছেন: সরকার ও বিরোধীদল কি করতাছে এই ব্যাপারে আমরা জানতে চাই - সহমত

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

শিরোনাম বলেছেন: লেখক বলেছেন: খোলা আকাশের নিচে আজ যারা বিনিদ্র রাত কাটাবে তাদের এ করুণ দশার জবাব কেউ দেবে কী?

আমারও সে প্রশ্ন। সরকার ও বিরোধীদল কি করতাছে এই ব্যাপারে আমরা জানতে চাই?

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৯

রাজীব দে সরকার বলেছেন: সরকার ও বিরোধীদল কি করতাছে এই ব্যাপারে আমরা জানতে চাই - সহমত

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: সরকার ও বিরোধীদল কি করতাছে এই ব্যাপারে আমরা জানতে চাই।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩০

রাজীব দে সরকার বলেছেন: সরকার ও বিরোধীদল কি করতাছে এই ব্যাপারে আমরা জানতে চাই - সহমত

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

মনের ক্থা বলেছেন: মিঠে কোতঃয় যোনোগোন ভোলে না
মিতঃা বোলা বোনঢো কোরুন

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩১

রাজীব দে সরকার বলেছেন: ভাইজানের কথাই তো বুঝলাম না
তবে কোন অংশটি মিথ্যা যদি একটু বলেন --

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১০

গেস্টাপো বলেছেন: আপনাদের ২২ হাজার সদস্য নাকি নিয়োগ দেওয়া হয়েছে ফুলিশ বাহিনীতে
সেই জন্য সম্ভবত রাগ

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩০

রাজীব দে সরকার বলেছেন: আমাদের মানে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.