নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আছে - থাকবেঃ একটি স্বাধীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৮





আজ ১৫ আগস্ট -

জাতির জনক বঙ্গবন্ধু কে নির্মম ভাবে হত্যা করার দিন



কারা হত্যা করেছিলো?

পাকিস্তানীরা?

ইন্ডিয়ানরা?

সোভিয়েত বা মার্কিনিরা?



নাহ! আমরা! বাঙ্গালীরা, বঙ্গবন্ধুর বঙ্গের লোকেরাই - কেন?



কারন আমাদের স্বার্থে আঘাত লেগেছিলো, আমাদের ধান্দায় লোকসান হচ্ছিলো পিতার কারনে



তাই পিতাকে সরানো প্রয়োজন হয়ে পড়েছিলো কিছু বিপথগামী মানুষের



১. আওয়ামীলীগকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছিলো; আওয়ামীলীগ ধ্বংস হয় নাই



২. বঙ্গবন্ধু পরিবারের সবাইকে মেরে ফেলার প্ল্যান হয়েছিলো; সবাই মরে নাই



৩. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' কে 'ইসলামী প্রজাতন্ত্র' করার চেষ্টা হয়েছিলো; তাও হয় নাই



শুধু রক্ত-মাংসের মুজিবকে মেরে ফেলা হয়েছে, কিন্তু নুজিবের আর 'কিছু'ই মরে নাই



এরকম এক 'কিছু'র নাম বাংলাদেশ...

বাংলাদেশ আছে - থকবে



একটি স্বাধীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে



মাফ করবেন,

৩০ মক্ষ শহীদের এই বাংলাদেশের ভাগ্য ঠিক করার দায়িত্ব আমি জনা কয়েক ইসলামী আলেম কিংবা আততায়ীর হাতে মারা যাওয়া কোন সেনাপ্রধানের অর্ধাঙ্গীর হাতে দিতে পারলাম না



জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

রেওয়ান বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১১

সাইফুল আলী বলেছেন: শেখ মুজিব হত্যাকান্ডের ১২ জন অভিযুক্তের ৭ জনই বীর মুক্তিযোদ্ধা।এখন পোস্ট প্রসঙ্গে কি বলতে হয় শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের স্বার্থে আঘাত হেনেছিলো?উত্তরটা সবাই বুঝে নেক

১ আওয়ামী লীগকে তিনিই বাকশাল তৈরির মাধ্যমে হত্যা করেছিলো।পরবর্তীতে জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাতকের মত উগ্রবাদী সাম্প্রদায়িক দলকে রাজনীতিতে আসার সুযোগ করে দেয়।সে হিসেবে জিয়াউর রহমান আওয়ামী লীগের দ্বিতীয় পিতা।সন্দেহ নেই তার এই কাজটিই ছিলো তার জীবনের সবচেয়ে বড় ভুল

২ সবাই মারা না যাওয়াতে দেশ যে কতবড় বিপদে পড়েছে তা আগে বুঝতে না পারলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।আসলেই আগে ভুলের স্বর্গে থাকলেও এখন ঠিক পথেই আছি

৩ গনপজাতন্ত্রি ইসলামিক বাংলাদেশকে আমি সমর্থন করি।সম্ভবত এখনও সংবিধানে তা আছে

হ্যাঁ বাংলাদেশ আছে,ছিলো এবং থাকবে।কোনদিন অখন্ড ভারতের অন্তর্ভুক্ত আমরা হব না।আমরা স্বাধীন দেশের নাগরিক।ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

রাজীব দে সরকার বলেছেন: শেখ মুজিব হত্যাকান্ডের ১২ জন অভিযুক্তের ৭ জনই বীর মুক্তিযোদ্ধা।এখন পোস্ট প্রসঙ্গে কি বলতে হয় শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের স্বার্থে আঘাত হেনেছিলো?

ছাগলের মতো কথা বললেন! ৭ জন মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে রিপ্রেজেন্ট করে? আপনি ছাগলের মতো একটা কথা ব্লগে লিখলেন, এতে করে আপনার বাপ-ভাই ১৪ পুরুষকে কি ছাগল বলা যাবে? বুঝে নেন

আওয়ামী লীগ কোন কালেই সাম্প্রদায়িক দল ছিলো না
আওয়ামী মুসলিম লীগ থেকে তাহলে আওয়ামী লীগ করার প্রয়োজন ছিলো না

জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র সৃষ্টি করেছিলেন
ফাইন, কিভাবে তিনি নিজে ক্ষমতায় এলেন??্
মুজিব এর মতো জনগণ এর ভোটে??

জিয়াউর রহমান সাহেবের জীবনে ভুলের সংখ্যা ১-২টা না
এটা নিয়ে আলোচনা অন্য কোথাও করবো

সবাই মারার পক্ষে ছিলেন আপনি?
আপনার বাবা কে ভাই? উনি কি করেন?
পলাতক নাকি??

'গণপ্রজাতন্ত্রী ইসলামিক বাংলাদেশ' !!
রামছাগল এর মতো কথা হয়ে গেলো না??
আপনি কি সমর্থন করেন এটা গুরুত্বপূর্ণ না
৪২ বছর আগে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে যে দেশ অর্জন করেছে সেটাই আলোচ্য
ইসলামি বাংলাদেশ করার স্বপ্ন কোন মুক্তিযোদ্ধার ছিলো না


আপনি স্বাধীন দেশের নাগরিক অবশ্যই
এই কথা গুলোই তার প্রমাণ
এখানে ছাগল রাও মনের কথা বলার অধিকার রাখে!!

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫০

আমি বোকা মানুষ বলেছেন: ৩. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' কে 'ইসলামী প্রজাতন্ত্র' করার চেষ্টা হয়েছিলো; তাও হয় নাই


এইটা কি কইলেন !!! বঙ্গবন্ধু হত্যার পিছনে এই কারন কোনভাবেই ছিলো না।
আপনাদের মতো ইতিহাস বিকৃতিকারী মানুষগুলোর কারনেই বঙ্গবন্ধুর মতো মানুষের সমালোচনা করার সুযোগ পায় জানোয়াররা।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

রাজীব দে সরকার বলেছেন: ভাই
জিয়াউর রহমান নিজে ঘোষণা করেছিলেন
"আজ থেকে বাংলাদেশ একটি ইসলামী প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে গণ্য হবে"

ইতিহাস জেনে ব্লগে আসেন, অল্প বিদ্যা ভয়ংকর

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৮

দি সুফি বলেছেন: ৩. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' কে 'ইসলামী প্রজাতন্ত্র' করার চেষ্টা হয়েছিলো; তাও হয় নাই


জুতাসহকারে মাইনাস।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

রাজীব দে সরকার বলেছেন: খোকা একটু বড় হয়ে নাও
তোমার সাথে পরে কথা বলবো

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

নিঃশব্দ শিশির! বলেছেন: রাজীব দে...ভালো লিখছেন...!!! ধন্যবাদ..জয় বাংলা

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ

৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

সেফানুয়েল বলেছেন: জয় বাংলা

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

রাজীব দে সরকার বলেছেন: জয় বাংলা

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ৬৪ টা জেলার মধ্যে ৪০টার বেশিতে হিন্দু ডিসি, সব বড় পদে হিন্দুদের নিয়োগ, ইলেকশন ইনজিনিয়ারিংতো রেডি।
তাতে গণতন্ত্রের কোনো দরকার আছে কি?
অবশ্য সেকুলার কুকুর ও বাকশালীরা কখন গণতন্ত্র মেনেছে কিনা তার প্রমাণ নেই।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

রাজীব দে সরকার বলেছেন: ৬৪ জেলার ৬৪ টি তেই তো একসময় মুসলমান ডিসি ছিলো

তাহলে দেশব্যাপী বোমা হামলার কি দরকার ছিলো?

গণতন্ত্র আছে দেখেই তো এই কথাগুলা বলতে পারলে জনাব

৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এজন্যই সব বোমার উপাদান আর ডিনামাইট গুলাতে ভারতের বিশেষ বাহীনির সিল মারা পাওয়া যায়।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

রাজীব দে সরকার বলেছেন: প্রশ্নের উত্তর না দিয়ে পালটা প্রশ্ন ঠেঙ্গাও কেন?

ভারত এর সিল মারা না হয়ে সৌদী সিল মারা থাকলে ব্যাপারটা ইসলামিক ভাবে জায়েজ হতো !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.