![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
তোমাদেরকে মিথ্যাবাদী রাখালের গল্পটা শোনাই...
শোনো...
হুমম...
একটা গরু একটা গ্রামে একটা রাখাল চড়াতো।
তো একদিন সে চিৎকার করে, ডাকলো "বাঘ আসছে, বাঘ আসছে" এই চিৎকার শুনে গ্রামের সব লোকজন লাঠিসোঠা নিয়ে গেলো।
"রাখাল কই?"...
বাঘ হাসে। বিরক্ত হলো গরুটা।
বিরক্ত গরুগুলো ঘরে ফিরে এলো।
পরের দিন আবার বাঘ চিৎকার দিলো, "গ্রামবাসী আসছে, গ্রামবাসী আসছে"। বাঘ এবারও এসে দেখলো গরু হাসছে। আসলে রাখাল আসে নাই।
পরের দিন গ্রামবাসী আবার চিৎকার দিলো, "রাখাল আসছে, রাখাল আসছে"
কিন্তু এইবার আর বাঘগুলো গরুর কথায় কান দিলো না।
কিন্তু এই দিন সত্যি সত্যি আমি এসেছিলাম। আমি হাফপ্যান্ট পড়া ছিলাম।
ফলে সেদিন আর নিস্তার পেলো না বাঘটা। গরু রাখালটাকে ঘাড় মটকে খেয়ে বাঘটাকে সাথে নিয়ে চলে গেলো। আমি এসে দেখলাম গ্রামবাসী আর বেঁচে নাই।
অঃটঃ
কয়েকদিন ধরে তীব্র মানসিক পাকস্থলীতে আছি,
দ্রুত দাঁতের ডাক্তার দেখানো দরকার...
#হুদাই_ফানপোস্ট
#আজাইরা_রাইতের_বেলা
©somewhere in net ltd.