![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসাধারণ মায়ায় আবৃত সাধারণ একজন মানুষ
কিছু মুভিতে অর্থস্বার্থকে বিবেচনা করা হয় না। বিবেচনা করা হয় শিল্প এবং মানবতাকে। সেরকমই একটি মুভি “My Name is Khan” । শাহরুখ খান প্রমাণ করে ছাড়লেন যে যে কোন চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা তার কাছে কোনই ব্যাপার না। সে জন্যই তিনি “কিং খান”।
“Rizvan Khan “ (Shah Rukh Khan) একজন Asperger’s Syndrome এ আক্রান্ত একজন ভয়ানক বুদ্ধিমান এক যুবক। রোগটি Autism এর একরুপ যেখানে মানুষ অন্য মানুষের সাথে কথা বলতে ভীত হয়। উজ্জ্বল রং বিশেষ করে হলুদ রংকে সহ্য করতে পারে না। উচ্চস্বরের আওয়াজ মানসিক সমস্যার সৃষ্টি করে। সবচেয়ে বড় বিষয় এদের আবেগ-মমতা থাকে না। কিন্তু Rizvan কে তার মা (Zarina Wahab) এমনভাবে বড় করেছে যে ভালোবাসা তাকে স্পর্শ করতে পারে। মায়ের মৃত্যুর পর Rizvan তার ছোট ভাই Zakir ( Jimmy Shergil) এর সাথে থাকতে San Francisco চলে আসে। Zakir এর মনোবিজ্ঞানী স্ত্রী Haseena ( Sonya Jehan) , Rizvan এর রোগটি বুঝতে পারে এবং তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে সাধারণ এক জীবনের জন্য সাহায্য করে। এরই মাঝে Rizvan এর সাথে পরিচয় হয় Mandira ( Kajol) এর সাথে। Mandira একজন Hair Stylist । সে তার এক সন্তান Sam ( Yuvan Makaar) কে নিয়ে একাকী থাকে। তার স্বামী অনেকদিন আগে তাদেরকে একা ছেড়ে Australia পালিয়ে গেছে। অদ্ভূত এক অনুভূতি পেতে থাকে Rizvan। ধীরে ধীরে প্রেমে পড়ে যায় Mandira’র। Mandira ভাবে আজব ছেলেটা ছেলেমানুষি করছে। কিন্তু Rizvan ঠিকই Mandira কে রাজী করাতে সক্ষম হয়। সুখে থাকতে শুরু করে Rizvan, Mandira এবং Sam। কিন্তু 9/11 এর পর মুসলমানদের উপর সাধারণের মানুষের ঘৃণা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং একটি ঘটনা ছাড়খার করে দেয় Rizvan ও Mandira’র সুখী জীবনকে। Mandira , Rizvan কে বাসা ছাড়তে বাধ্য করে। Rizvan প্রশ্ন করে আমি কখন ফিরে আসবো?? Mandiraঘৃণার সুরে বলে America’র প্রেসিডেন্টকে যদি বলে আসতে পারো:”My Name is Khan and I’m not a terrorist” তখন ফিরে এসো। বেড়িয়ে পরে Rizvan। মাঝে মাঝে তার ছোট্ট Diary তে লিখে রাখে Mandira’র প্রতি তার অদ্ভুত ভালোবাসার কথা। “Khan” চলতে থাকে তার অসম্ভব সফরের উদ্দেশ্যে ।
মুভিটিতে Shah Rukh Khan যে অভিনয় করেছে তা অসাধারণ বললে কম বলা হয়। প্রথমে দেখে Forrest Gump, I am Sam এবং Rain Man এর সাথে সাদৃশ্যপূর্ণ মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় যে কিরকম অমর এক চরিত্রের জন্ম দিয়েছে Shah Rukh Khan। এক দৃশ্যে গুলির শব্দ শুনে ভীত Rizvan যখন কিছুটা কাঁপতে কাঁপতে বলে উঠে : “My Name is Khan and I’m not a terrorist.” মনে হয় যেন বিশ্বের সমগ্র নিরীহ মুসলিমরা তার সাথেএকাই সুরে সেই কথাই বলছে। মুভিটিতে ইসলামকে বড় দেখানো হলেও এটি কোন ধার্মিক মুভি নয়। মুভিটি মূলত প্রেম এবং মানবজাতির সেই অসম্ভবকে সম্ভব করার পুরোনো অভ্যাসের কাহিনী।
তবে আমি বলতে বাধ্য হচ্ছি যে My Name is Khan আমার দেখা সেরা মুভি নয়। কিছু কিছু ক্ষেত্রে Karan Johar অহেতুক কিছু দৃশ্য দেখিয়ে মুভিটির মানদন্ডকে অসাধারণ থেকে কিছুটা কমিয়ে দিয়েছে। তবে Karan Johar যতটুকু করেছে সেটা অনেক ছিল কিন্তু তার প্রতি প্রত্যাশা একটু বেশি হতেই পারে। সংগীতে শুধু “Noor –e-Khuda” টাই দারুন। মুভিটিতে বিদেশীদের অভিনয় আমার কাছে একবারেই ভালো মনে হয়নি। এছাড়া দুর্ঘটনাটিকে কোন মুসলিমের প্রতি আক্রোশ না বলে দুর্ঘটনা বলেই মনে হয়েছে। এক দৃশ্যে Villain দ্বারা নায়ককে আক্রমণ সত্যিই মেজাজ বিগড়িয়ে দেয়। Kajol কিছু কিছু দৃশ্যে অসাধারণ অভিনয় করেছে। সবমিলিয়ে আমার মনে মুভিটির সমাপ্তি আরো শক্তিশালী হতে পারতো। তবুও Shah Rukh Khan এবং Karan Johar কে এরকম একটি মুভি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
রেটিং – ৩.৫ / ৫
১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২২
রাজিন বলেছেন: ভালো প্রিন্টের জন্য আমিও অপেক্ষা করছি।
২| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৬
তায়েফ আহমাদ বলেছেন: ইয়ে ক্যায়সা রিভিউ হ্যায়! শুরুছেই খতম হো গায়া!
৩| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৬
কিছুকিছু বলেছেন: একমত
1st ডে 1st Show দেখেছিলাম..... দারুন লেগেছে....
আপনার লেখার স্টাইল ও ভালো লাগলো.... ++++
১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২১
রাজিন বলেছেন: 1st Day 1st Show!!!আপনাকে তো আমার হিংসা হচ্ছে।
৪| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৬
হাসান মাহবুব বলেছেন: মাইনাস
৫| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫১
নাজমুল হক রাসেল বলেছেন: সাহ্রুখ এর উচিত শিবসেনারে ধন্যবাদ দেয়া। অদের কারনেই এইরকম একটা বস্তাপচা মুভি হিট হইল
৬| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০২
মুক্ত মণ বলেছেন: হিন্দি ছবি ঘৃনা করি। মাইনাস।
৭| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৭
এ.কে.এম. ওবায়েদ-উল হক বলেছেন: আমার কাছেও ছবিটি বেশ ভাল লেগেছে..
এই নিন ছবিটির ডাউনলোড লিংক
Click This Link
৮| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৬
কিছুকিছু বলেছেন: 12 FEB 2010 সকাল 9 টা 20 থেকে শো ছিলো PVR তে 3 দিন আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম...
৯| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০৮
ফাহাদ চৌধুরী বলেছেন: আল্লাহ মাপ ক্রুক ।
১০| ১২ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
না বলা কথা বলেছেন: কাজলের ছেলেকে যে খেলার মাঠে পিটিয়ে মেরে ফেলে, এটাতো একটা মূল পয়েন্ট, এইটা রিভিউতে বাদ পড়লো ক্যান?
কালো একটা লোকটা ওবামা স্টাইলে দেখানো হয়েছে-- এটা বড়ই হাস্যকর হয়েছে।
১১| ১২ ই মার্চ, ২০১০ রাত ৮:১৮
মেঘকন্যা বলেছেন: দেখতে হবে
১২| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৮
টেকি মামুন বলেছেন: আমার কাছেও ভালো লেগেছে।
১৩| ১৩ ই মার্চ, ২০১০ ভোর ৫:৪৫
ঘুমরাজ বলেছেন: লেখক বলেছেন: 1st Day 1st Show!!!আপনাকে তো আমার হিংসা হচ্ছে।
১৪| ১৩ ই মার্চ, ২০১০ ভোর ৫:৫২
ঢাকাইয়া টোকাই বলেছেন: there are only bad ppl and good ppl.
১৫| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৬
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কালো একটা লোককে ওবামার চরিত্রে মোটেও মানায়নি। অন্যভাবে দেখানো যেতো।
ছবিটি দেখে আমার কাছেও ভালো লেগেছে। এটা দেখলে বিদেশিরা হয়তো মুসলমানদের সম্পর্কে নতুন করে ভাবতে পারে।
১৬| ০১ লা জুন, ২০১০ রাত ১০:৪০
মাধব বলেছেন: S. Khan was really outstanding and chemistry between Khan & Kajol....
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৪
জয় সরকার বলেছেন: দেখিনাই
............হিন্দী ভাষা বুঝিনা............
সাবটাইটেল সহ প্রিন্ট থাকলে একটু সন্ধান দিয়েন মেহেরবানী কইরা!!