![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসাধারণ মায়ায় আবৃত সাধারণ একজন মানুষ
“দোস্ত একটা মুভি দেখলাম।“
“তাই নাকি? Hero কে?”
ভুলেও কেউ জিজ্ঞেস করি না :”মুখ্য ভুমিকায় কে ছিলো?” কারণ হিরো মানে বীর এবং আমরা ধরেই নেই যে মুখ্য ভূমিকায় একজন বীর পুরুষ থাকবে। আর অভিনেতা যদি সালমান খান থাকে তাহলে তো কথাই নাই। কিন্তু সবাইকে বিস্মিত করে এবার তিনি করলেন একজন জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষের কাহিনী ”সুলতান”।
কাহিনী জানা যাক। ক্রিকেটের মত মিক্সড মার্শাল আর্ট কে জনপ্রিয় করতে ব্যস্ত এক ব্যবসায়ী আকাশ ( অমিত সাধ) । কিন্তু দেশী কোন প্রতিযোগী না থাকায় ব্যবসায় লাল বাত্তি অবস্থা। অবশেষে খোঁজ পায় সুলতান (সালমান খান) এর। পানি উন্নয়ন বোর্ডে চাকরী করা এক কালের বিশ্বসেরা কুস্তিগীর। এখন বয়স ৪০ এর মত। কুস্তিও ছেড়ে দিসে, ভুড়িও বের হয়ে গেছে। কুস্তির সাথে এক অন্যরকম শত্রুতা তার। কিন্তু কেন? অমিত কিভাবে তাকে রাজি করাবে? এছাড়া একজন বয়স্ক কুস্তিগীর কীভাবে মিক্সড মার্শাল আর্টের খেলাতে অন্যদেরকে টেক্কা দিবে?
সালমান খান সম্পর্কে অনেকে অনেক কিছু বলে। সবচেয়ে বেশী যেটা বলা হয় সেটা হলো তার সৌন্দর্য নিয়ে। কিন্তু এই মুভিতে আমার মতে সালমান খানকে দেখতে সবচাইতে খারাপ লেগেছে। মুভিটিতে সালমানের চরিত্রটি সম্পূর্ণ অভিনয় নির্ভর, যেটি সালমান খান ফাটাফাটিভাবে করে দেখিয়েছেন। মারামারি টাইপ দৃশ্যতো সালমান ভালো করেই, এছাড়া সুলতান চরিত্রের খারাপ দিক থেকে ভালো দিকে আসার ব্যাপারটা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন। অবশ্যই এটি সালমান খানের অন্যতম সেরা অভিনয়।
মুভিটির পুরোপুরি সালমান নির্ভর হলেও সবচেয়ে ভাল দিক হলো যে সহশিল্পীদের চরিত্রগুলি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটি চরিত্রের সাথে দর্শকদের একধরণের যোগাযোগ তৈরী হয়ে যায়। আনুশকা শর্মা সব সময়ই ভালো অভিনয় করেন কিন্তু দুঃখজনকভাবে বলিউড মুভিতে কেউ তো আবার নায়িকাদের অভিনয় দেখে না।
আনুশকাকে এই মুভির নায়িকা বললে কিছুটা ভুল হবে। দারুণ শক্তিশালী একটি চরিত্র। প্রথম দৃশ্য থেকেই মুগ্ধ হয়ে যাবার মত। এমনকি আনুশকার চরিত্রটি কেন্দ্র করেই এর থেকেও ভালো মুভি বানানো যায়।
এছাড়া গোবিন্দ চরিত্রে অনন্ত শর্মা, আকাশ চরিত্রে অমিত সাধ এবং সুলতানের স্পন্সর সুমিত সামনানী সবাইকেই দারুন লেগেছে।
মুভিটির দৃশ্যায়ন ফাটাফাটি ধরণের। গ্রামের সৌন্দর্য দারুণভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া মুভির আসল দিক হলো মারামারির দৃশ্যগুলি। পুরাই জোস! এমন না যে সালমান মাঠে নামলো আর সব কাইত। দর্শকরা একটু চিন্তাতে থাকবেই যে কীভাবে এই লড়াইতে জিতা যায়? এক মারামারি দৃশ্যে থিয়েটারে এক কিউবান আন্টি সামনে দিয়ে হেঁটে যাওয়ায় ফিডেল কাস্ত্রোরে অনেক গালি দিসি ( বাঙালী মাত্রই রেসিস্ট!) । এতটাই টানটান উত্তেজনা অনুভব করছিলাম।
মুভির নির্দেশক আব্বাস আলি জাফর প্রশংসার দাবিদার হলেও “গুন্ডে” মুভির নির্দেশক হওয়ার কারণে প্রশংসা করুম না। আমার রিভিউ আমার ইচ্ছা। এবারো উজবুকটা ইতিহাসের সানডে মানডে ক্লোজ কইরা দিসে। “২০১২ সালের অলিম্পিকে সুলতান সোনা জিতসে” – এটা দেখলে তো মার্কিন কুস্তিগীর জর্ডান বারোজ তো পুরাই বোকা হয়ে যাবে! এছাড়া অলিম্পিকে দুবার মেডেল পাইয়ে দেয়া ভারতীয় কুস্তিগীর সুশীল কুমারের নাম একবারও কি নেয়া যায় না?
মুভিটি সালমান খানের অন্যান্য মুভির মতো তেমন যুক্তিহীন না। এটার কারণে অনেকের খারাপ লাগতে পারে। এছাড়া মুভিটির ভাষাতে একটু সমস্যা আছে। মুভির অনেক দৃশ্যে হরিয়ানার ভাষার ব্যবহার করায় অনেকের সমস্যা হবে। সাবটাইটেল ব্যবহার করা রেকমেন্ডেড। মুভিটির গানগুলি আছে ভালোই। তবে অসাধারণ নয়। এছাড়া মুভিটি খুবই পারিবারিক, একদমই অশ্লীল কোন দৃশ্য নেই। যেটা আজকালকার বলিউড মুভিতে বিস্ময়কর।
পুরো মুভিটিই উপভোগ করেছি। সব মিলিয়ে অনেক ভালো মুভি।
রেটিং – ৪.০ / ৫.০
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২০
রাজিন বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমি এখনো এই মুভিটা দেখিনি। আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছা তৈরি হচ্ছে। ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২০
রাজিন বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: রিভিউ ভালো হয়েছে।
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২১
রাজিন বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮
আমি ইহতিব বলেছেন: অনেকের কাছেই সুলতান মুভিটার ব্যাপারে অনেক মন্তব্য শুনছি। আপনার লেখা পড়ে দেখার ইচ্ছে হচ্ছে।
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২১
রাজিন বলেছেন: ধন্যবাদ
৫| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৩
জেন রসি বলেছেন: রিভিউ পড়ে মনে হচ্ছে মুভি ভালো হয়েছে।
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২২
রাজিন বলেছেন: ধন্যবাদ
৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা নাকি সত্যিকারের কুস্তিগীর সুলতান কে নিয়ে। কিন্তু আসলেই সব কিছু মুভির মত হয়েছে কিনা জানিনা। আর হরিয়ানার গ্রামে আনুশকার সাথে ছেলেদের ফাইট টা বাস্তব এবং মুভি দুই ক্ষেত্রেই দৃষ্টিকটু লেগেছে। এত লম্বা মুভিও বিরক্তিকর। যেখানে দর্শকরা জানে সালমানই চ্যাম্পিয়ন হবে!
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৪
রাজিন বলেছেন: যতদূর জানি সুলতার একটি কাল্পনিক চরিত্র।
৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৪
আরণ্যক রাখাল বলেছেন: ভাল রিভিউ
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৪
রাজিন বলেছেন: ধন্যবাদ
৮| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
বাচ্চা হওয়ার বিষয় টা আর ব্লাড ব্যাংক টপিক টা ভাল লেগেছে
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৪
রাজিন বলেছেন: সহমত
৯| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: ভালোভাবে দেখার মতো একটা মুভি হয়েছে মনে হয়।চমৎকার রিভিউ
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৫
রাজিন বলেছেন: ধন্যবাদ
১০| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮
মাদিহা মৌ বলেছেন: হিন্দি মুভি খুব বেছে বেছে দেখি। কেউ খুব প্রশংসা করলে, তবেই। আপনার রিভিউ ভালো হয়েছে। দেখতে ইচ্ছে করছে।
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৫
রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮
সোহানী বলেছেন: আগে সারাদিন হিন্দি মুভি দেখতাম বাচ্চাকালে... এখন দেশ বিদেশে যেখানেই যাই সবার ২য় কথা আ'ম হিন্দি মুভিজ ফেন.... দেৎ এখানে হলে পর্যন্ত হিন্দি মুভি মুক্তি পায় ঘটা করে...... তাই দেখুম না। তবে অাপনার রিভিউ এর কারনে দেখুম ...!!! হেহেহেহেহে
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৬
রাজিন বলেছেন: ধন্যবাদ
১২| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২১
অশ্রুকারিগর বলেছেন: হিন্দি সিনেমা বেছে বেছে দেখি। হিন্দির চেয়ে গল্প আর মেকিং এর জন্য তামিল, তেলেগুই বেশি টানে। সালমান খান ঈদানীং বেছে বেছে সিনেমা করতেছে। নতুন করে ক্যারিয়ার শুরু করার মতো। ভালো প্রিন্ট বের হলে দেখব।
নিজের মতো রিভিউ দিয়ে তো রাজিন রিভিউ ব্র্যান্ড এর একটা পাঠকশ্রেণী বানিয়ে ফেলছেন। ভালো লাগলো।
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৮
রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ।
পাঠক শ্রেণী হয়তো বানাতে পারি নাই তবে কিছু মানুষের প্রশংসা পাই আর কি।
১৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৯
কুন্তল হোসেন বলেছেন: আনুশকা কে কোনো ভাবে কুস্তিগির মনে হচ্ছে না , মানে তার ফিগারের সাথে মানান সই না ।
১৪| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সবথেকে মজা পেয়েছি সালমান খান কে নেংটি পরা দেখে ।
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১
জ্ঞান পাগল বলেছেন: খুবই ভাল সিনেমা
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫২
ঢাকাবাসী বলেছেন: সুন্দর রিভিউ। আরো দুএকটা ছবি দিলে ভাল হত মনে হয়।