![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কবিতা লিখব কিন্তু এর উপজিব্য কি !
নষ্ট বিবেকের ভ্রষ্ট্র ক্রন্দন
পেমিকার সাথে প্রেমিকের আলাপন
কঠোর হৃদয়ে কামুক বাসনা
এপার ওপার মিছে আনাগোনা
দুস্থের ঘরের কষ্টের কথা
মর্মস্পর্শী যেন এক গাঁথা
প্রতি প্রহরে সুখের সান্তনা
মিথ্যের পিঠে সত্যের কল্পনা
পরমত সহিষ্ণুতা
মত প্রকাশের স্বাধীনতা
ছুরিকাঘাতে বিক্ষত দেহ
কলমের নেই স্বকীয়তা
সাহিত্যের বিশাল বাহার
এইটা তোমার ওইটা আমার
কল্পনাতে কাঁদে কবি
সাহিত্য নয় অহংকার
পরসমাচার সমীপেষু
কিসের কবিতা হয়না কিছু
কবি হওয়া হলোনা আমার
দোষ কি তাতে কবিতার।।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
একজন সেলফিস বলেছেন: আপনাকে Double ধন্যবাদ।
২| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮
জাহিদ অনিক বলেছেন:
কবিতা ও কবি কারও কোন দোষ নেই।
কবিতা লিখতেও তাই মানা নেই !
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
একজন সেলফিস বলেছেন: সবই সাহসের অভাব !!
৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
কবিতার নায়ক হচ্ছে মানুষ, কবিতার বিষয় হচ্ছে, মানুষের জীবন আলেখ্য
০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
একজন সেলফিস বলেছেন: মানুষের জীবন আলেখ্য এখন লক্ষ্য লক্ষ্য, এত বোধহয় পাঠকও নেই।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: কবিতা লেখার জন্য যে চেষ্টা করেছেন- এই জন্যই আপনাকে ধন্যবাদ।