![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সুখ পাখি সুখ খুঁজে আপন মনে
চারিদিকে ছুটে বেড়ায় সুখের সন্ধানে
যেখানেই খুঁজে পায় সুখের নীড়
বুকে তার জেগে উঠে আশার তীর
পরকে করে নেয় মুহূর্তেই আপন
সর্বস্ব করে ত্যাগ রক্ষার্থে মন
মজে থাকে কিছুদিন সেই সুখের ছলে
নিজের অস্তিত্বকে যায় সে ভুলে
বিধাতার এ যেন আজব খেলা
সুখের সন্ধানে সে আবার ভাসায় ভেলা
ফিরে আসে সে আবার আপন নীড়ে
বের হয় আর্তনাদ তার বুক চিরে
প্রকৃত সুখ দেখি এখানেই আছে
তাহলে ছুটলাম কোন সুখের পিছে ।
এটি একটি রুপক কবিতা,
এখানে "সুখ পাখি" বলতে মানুষকে বুঝিয়েছি।
©somewhere in net ltd.