![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
তুমি আমার স্বপ্নের মেঘ থেকে পড়া বৃষ্টি
বিধাতা তোমাই করেছে আমার জন্য সৃষ্টি
তুমি আমার আঁধার রাতের পথ চলার আলো
তাই তমার সাথে পথ চলতে লাগে বড় ভালো
আকাশ যখন কালো মেঘে অন্ধকার হয়
সেই কালো মেঘ দেখে লাগে নাকো ভয়
মনে হয় মেঘ থেকে পড়বে আমার বৃষ্টি
তাই বৃষ্টির দিনে মন আমার উজাড় করে দিচ্ছি
কোকিলের কণ্ঠের মত মিষ্টি তোমার কথা
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব ব্যাথা
পূণিমার চাঁদের মত দেখতে তোমার মুখ
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব দুঃখ
কবিতার শেষে লিখতে চাই একটি কথা
তোমার আমার ভালবাসা একটি সু্তোয় গাঁথা
এটা আমার লিখা প্রথম কবিতা
©somewhere in net ltd.