![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
যদি কখনো এমন মেয়ের দেখা পেতাম...
১/ একটা ছোট বিড়াল/ কুকুর ছানা রাস্তা পার হতে পারছে না, মেয়েটি তার নরম হাতের স্পর্শে সেই ছোট ছানাটিকে রাস্তা পার করে দিল।
২/ একজন ক্ষুধার্ত ভিক্ষুক এসে মেয়েটির কাছে খাবার চাইলো, মেয়েটি খুশি মনে তার ব্যাগ থেকে টিফিন বাটি বের করে ভিক্ষুকটিকে খাবার দিল।
৩/ রেললাইনের ধারে বসে থাকা অর্ধনগ্ন বালিকাকে তার একটি জামা দান করল।
৪/ রাস্তায় কোন ছেলে তাকে উত্যক্ত করলে, কুরুচিপূর্ণ কমেন্টস করলে, মেয়েটি মাথা নিচু করে চলে না গিয়ে, ছেলেটির সামনে এসে তার কথার জবাব দিল।
৫/ বাসে কোন বৃদ্ধ মানুষকে দেখলে নিজে ছিট ছেড়ে দিয়ে ঐ বৃদ্ধ মানুষটিকে বসতে দিল।
৬/ রাস্তায় পড়ে থাকা হাত/ পা বিহীন পঙ্গু কোন ভিক্ষুককে, দাঁড়িয়ে টকার কয়েন ছুঁড়ে না মেরে, তার কাছে বসে সুন্দর ভাবে তার থালায় টাকা দিল।
৭/ ফুটপাতে অনাথ বাচ্চারা যখন খেলা করে, তাদের সাথে গিয়ে মজা করল, খেলা করল এবং তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে চকলেট কিনে দিল।
৮/ শালীন পোশাক পরবে এবং এমনভাবে চলাফেরা করবে যেন তাকে দেখে কোন ছেলে বাজে কমেন্টস করতে না পারে।
তাহলে সেই মেয়েটিকে গিয়ে বলতাম,
"তুমি কি রাজুর স্বপ্নের রাজ্যের রাজকুমারি হবা?"
(আমি মনে করি প্রতিটি মেয়েরই এমন হউয়া উচিত)
©somewhere in net ltd.