নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

আজ একটি মেয়ের গল্প বলি

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৪

বাবা মার একমাত্র আদরেরে মেয়ে "রুপন্তি"

ছোটবেলা থেকেই একা একা থাকার স্বভাব

পরিস্থিতি তাকে স্বভাবের দাস করেছিল, কেননা

বাবা সরকারী অফিসে চাকুরী করত, মা কেজি স্কুলের শিক্ষিকা।



সারাদিন একাই থাকত মেয়েটি বাসায়

বারান্দায় দাঁড়িয়ে হাতের উপর মাথা রেখে

একদৃষ্টিতে বাহিরে তাকিয়ে থাকত মেয়েটি

এইতো এভাবেই কেটে যায় মেয়েটির শৈশব।



গার্লস স্কুল থেকে SSC পাশ করে মেয়েটি কলেজে ভর্তি হয়

তাই কোন ছেলের সংস্পর্শে আসে নি মেয়েটি

এমনকি তার কোন ছেলে বন্ধুও ছিল না

কলেজে মেয়েটি সবসময় চুপচাপ বশে থাকত।



কলেজে কিছু কিছু বিষয় তার মনে প্রচণ্ড ভাবে নাড়া দিতে থাকেঃ



১/ কিছু ছেলেমেয়ে এক সাথে হাত ধরে হাঁটছে

২/ জুটি বেধে রিকসায় উঠে হুট লাগিয়ে চলে যাচ্ছে কেউ কেউ

৩/ ছেলেমেয়েরা ক্যাম্পাসে বশে গল্প করছে

৪/ কবুতরের জোড়ার মত জুটি বেঁধে বশে আছে গাছের গোড়ায়

৫/ ছেলেমেয়ের হাসাহাসি আবার একটু ঝগড়া, একটু দুষ্টুমি



এই বিষয়গুলো সে প্রচণ্ডভাবে অনুভব করতে লাগল

সে বুঝল, তার কাউকে প্রয়োজন

যার সাথে সে তার মনের না বলা কথাগুলো প্রকাশ করতে পারবে

ঝগড়া করতে পারবে, একসাথে রিকসায় ঘুরতে পারবে।



কিন্তু কলেজের ২টি বছর শেষ হয়ে গেল এবং তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল

কারণ মেয়েটি দেখতে অসুন্দর ছিল, গায়ের রং ছিল কালো

তাই, এই দুই বছরে কেউ তাকে একবারও বলল না

"রুপন্তি" তুমি কি আমার রাজকুমারী হবা?



"রুপন্তি" জানে যে সৌন্দর্যের প্রতি আকর্ষণ সবারই আছে

কিন্তু এমন একটি ছেলেও কি নেই যে তার

চেহারা দেখে নয়, মন থেকে তাকে ভালোবাসবে?



"রুপন্তির মত হাজারো মেয়ে পথ চেয়ে আছে

তার জীবনেও একজন রাজকুমার আসবে

যে তার চেহারা দেখে নয়, মন দেখে তাকে ভালোবাসবে"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.