![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
যখন ভালোবাসা কাকে বলে জানতাম না
তখন ও ভালো লেগেছিল একজন কে !
স্কুলেও ভালো লেগেছিল
কলেজেও ঠিক এক, যখন পেছন থেকে রাজু বলে ডাকতো
ভালো লাগতো
তাই বলে কি আমার ভালোবাসা মিথ্যা ছিল?
না কখনও না !!
“ কেননা ভালোবাসা মানুষের জীবনে বার বার আসে
কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে ”
আর একটা মনিষীর মত উক্তি দেই...
"মানুষের মন যতক্ষণ কোন ঠিকানা খুঁজে না পায়
ততক্ষণ ছুটে বেড়াতে থাকে"
আমার মনও তার ব্যাতিক্রম নয়
কেননা আমার মন এখনও কোন ঠিকানা খুঁজে পায় নি !
©somewhere in net ltd.