![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
রাইয়ান সাহেব বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসর প্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি ঢাকায় থাকেন।
তার গ্রামের মানুষ প্রতিনিয়ত তার কাছে চাকরীর জন্য আবেদন করে।
বর্তমানে টাকা ছাড়া কোন চাকরীই সম্ভব না, এটা গ্রামের মানুষেরও জানা। কিন্তু সে টাকা যে একজন নির্ভরযোগ্য মানুষের হাতে দিবে এবং সেই মানুষটা তার চাকরীর ব্যাবস্থা করে দিবে, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই তারা তাদের গ্রামের রাইয়ান সাহেবকেই বিশ্বাস করে ঢাকায় আসে চাকরীর জন্য।
রাইয়ান সাহেব চাকরীর চুক্তি করেন এভাবেঃ
১/ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ৪,০০,০০০ টাকা
২/ বি.ডি.আর এ ৫,০০,০০০ টাকা
৩/ পুলিশ ৭,০০,০০০ টাকা
(চাকরী হওয়ার পরে এই টাকা গুলো দিতে হবে)
কিন্তু প্রত্যেককেই ৫০,০০০ টাকা এডভান্সড করতে হবে।
তাদের ঢাকা আসা যাওয়া, খাওয়া, মেডিক্যাল টেস্ট এর জন্য।
গ্রামের মানুষের কাছে এই ৫০,০০০ টাকা অনেক বেশি
কেউ কেউ গরু বিক্রি করে, জায়গা জমি বন্ধক রেখে এই টাকার ব্যাবস্থা করে।
অতপরঃ তারা একবুক স্বপ্ন ও ৫০,০০০ টাকা নিয়ে ঢাকায় আসে চাকরীর জন্য এবং গ্রামে ফিরে যায় শুন্য হাতে।
অজুহাত, তুমি মেডিক্যাল এ আনফিট, তোমার নাকে/কানে/চোখে/নিচে সমস্যা।
“রাইয়ান সাহেবের মত এমন হাজারো মানুষ গ্রামের নিরীহ মানুষের রক্ত চুষে খেয়ে চলেছে প্রতিনিয়ত”
আচ্ছা, দোষ কি রাইয়ান সাহেবের একার, নাকি বাংলাদেশের বস্তা পচা রাজনীতির ও দুর্নীতির??? উত্তর আপনাদের কাছে !
©somewhere in net ltd.