![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
কাল রাতে এক মহিলার কান্নার শব্দে ঘুমাতে পারি নি
রাত ১২:30 মিনিটে হটাত করে কান্নার শব্দ ভেসে আসে জানালা দিয়ে
একটি মহিলা চিৎকার করে কান্না করছিল।
ভাবলাম হয়তো তার কেউ মারা গিয়েছে।
আর শুয়ে থাকতে পারলাম না, উঠে জানালার কাছে গিয়ে
শোনার চেষ্টা করলাম, আসলে কাহিনী কী ।
শুনতে পেলাম,মহিলা তার বাবার কথা বলছে, আর কান্না করছে।
কনফার্ম হলাম, মহিলার বাবা'ই মারা গিয়েছে
তখন রাত ১:২০ মিনিট, কান্নার শব্দ একটু কমেছে
কিন্তু এখনও গুমরে গুমরে কান্না করছে মহিলাটা।
রাতের বেলা, চারিদিকে সুনসান নিরবতা
কোথাও কোন শব্দ নেই, নেই কোন কোলাহল
তার মধ্যে এই কান্নার শব্দ সে কতটা হৃদয় বিদারক
তা লিখে প্রকাশ করা যাবে না
আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল
কিন্তু আমি সহজে কাঁদতে পারি না,
তা না হলে কাল কেঁদেই ফেলতাম ( !!!)
৩:২০ পর্যন্ত কান্না শোনার পর কখন যে ঘুমিয়ে পড়েছি, বলতে পারি না।
"আসলে যার বাবা-মা মারা যায় সেই বুঝে কষ্ট কতটুকু
এই পৃথিবীতে সবাই থাকতেও সে অনাথ, বড় একা"
©somewhere in net ltd.