![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সত্যি ভালোবাসা অনেক কষ্টের রে...
এপাশে তুমি, আর ওইপাশে তোমার প্রিয়তমা
হটাত ফেবুতে টুং করে মেসেজের শব্দ হল
মেসেজ খুলে দেখলে, তোমার প্রিয়তমার মেসেজ
মেসেজে লিখাঃ----
"জানো, আমি না আজ অনেক কান্না করেছি, জানিনা কেন? কিন্তু বারান্দায় গিয়ে যখন ঐ আকাশের দিকে তাকালাম, জানি না কেন এত কষ্ট লাগল, হটাত চোখ দিয়ে ঝরনার মত পানি পড়তে লাগল, আর আমিও কান্না আটকায় নি, কান্নার কোন কারণ খুঁজে পেলাম না, শুধু ভেতরে একটা চাপা কষ্ট অনুভব করলাম"
মেসেজটি পড়ার পর অবশ্যই তোমার মন খারাপ হয়ে যাবে, আর নিজেরও কাঁদতে ইচ্ছে করবে, তুমি কোন দোষ কর নি, কিন্তু তোমার মনে হবে তোমার প্রিয়তমা হয়তো তোমার জন্যই কেঁদেছে, নিজেকে বড় বেশি অপরাধী মনে হবে...
কেননা এটাই যে ভালোবাসা রে...
কষ্টের, বেদনার, অনুভবের ভালোবাসা!
প্রকৃত ভালোবাসা !!!
©somewhere in net ltd.