নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

এই পৃথিবীতে কোন মানুষ খারাপ হয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

এই পৃথিবীতে কোন মানুষ খারাপ হয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে



মানুষের খারাপ হউয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণগুলো হলোঃ---



১/ দারিদ্রতা

২/ অসৎ সঙ্গ

৩/ প্রেমে ব্যর্থ



আমরা উপরের ১ ও ২ কারণ খুব ভালোভাবেই জানি, যে কেন দারিদ্রতা ও অসৎ সঙ্গের কারনে মানুষ খারাপ হয়। কিন্তু ১ ও ২ নং থেকেও ৩ নং (প্রেমে ব্যর্থ) অনেক সাংঘাতিক একটা কারণ, যা অনেকেই ভাবে না বা অনেকের চোখে ধরা দেয় না।



ধরুন, আপনি একজনকে খুব ভালবাসেন

তাকে নিয়ে নিত্যনতুন স্বপ্ন দেখেন

আপনার সমস্তটা জুড়েই শুধুই সে

রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তাকে নিয়েই

আবার, ঘুম থেকে উঠেন তাকে ভেবেই



কিন্তু হটাত জানতে পারলেন, যাকে ঘিরে আপনার স্বপ্ন দেখা, আপনার ভাবনা, আপনার ভালোলাগা, সেই মানুষটি আসলে আপনার নেই, সে এখন আপনার থেকে অনেক দূরে।



স্বপ্ন দেখিয়েছে আপনাকে, কিন্তু হাত ধরেছে অন্যজনের

ভালোলাগে বলেছে আপনাকে, কিন্তু ভালোবেসেছে অন্যজনকে

স্বপ্ন দেখিয়েছে আপনাকে, কিন্তু স্বপ্ন পূরণ করেছে অন্যজনের



ঠিক তখনি একজন মানুষ খারাপ হয়ে যায়,

মেনে নিতে পারে না তার সাথে করা বিশ্বাসঘাতাকে

নিজেকে কষ্ট দিতে শুরু করে, এমনকি নিজের সবথেকে

প্রিয় বস্তু নিজের জীবনকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না

আত্মহত্যার মত ঘৃণিত পথ বেছে নেয়।



তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি;

"ভালোবেসে কখনো কোন মানুষকে ধোঁকা দেব না, মানুষের মন নিয়ে খেলা করব না, মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নকে ভেঙ্গে দিব না"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.