![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
২ ধরনের মানুষ আছে পৃথিবীতে...
আপনি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলেন;
একজন আপনাকে দেখে হাসবে
অন্যজন আপনাকে হাত বাড়িয়ে দিবে উঠার জন্য
কোন মেয়েকে কয়েকটি ছেলে মিলে টিজ করছে;
একজন আপনার সেই দৃশ্য দেখে হাসবে
অন্যজন প্রতিবাদ করবে
বাসের হেলপারকে বিনা অপরাধে থাপ্পড় মারল;
একজন সেই দৃশ্য দেখে হেলপারকে দোষারোপ করবে ও গালি দিবে
অন্যজন বুঝিয়ে বলবে থাপ্পড় মারাটা ঠিক হয় নি
৪-৫ জন মিলে একজনকে মারধোর করছে;
একজন তা দেকে এড়িয়ে যাবে, কেন শুধু শুধু ঝামেলায় জড়াব?
আরেকজন মানুষ ডাকাডাকি করে আপনাকে রক্ষা করবে
কেউ কলা খেয়ে কলার ছোবলা রাস্তায় ফেলে রাখবে;
তাতে পাড়া দিয়ে যদি কেউ পড়ে যায় তাহলে তা দেখে হাসবে
অন্যজন রাস্তা থেকে কুঁড়িয়ে সেটা ডাস্টবিনে ফেলবে
আসলে দুইজনই কিন্তু মানুষ। শুধু পার্থক্য হচ্ছে তাদের মানসিকতায়।
আসুন সবাই নিজ নিজ যায়গা থেকে পরিবর্তিত হই।
"নিজেকে বদলান, দুনিয়া বদলে যাবে"
©somewhere in net ltd.