![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
মানুষ যখন কোন সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকে, তখন একজনের ভুলত্রুটি অন্যজনের কাছে ধরা পড়ে না, কিন্তু যখনই সম্পর্কের বিচ্ছেদ ঘটে তখনি ভুলত্রুটি গুলো মাথাচাড়া দিয়ে উঠে
দুইদিন আগেও যারা একে অপরকে বলত "আমি তোমাকে ছাড়া বাঁচব না" আজকে তারাই তাদের নামে বদনাম করায় বেস্ত।
ব্রেকআপ হওয়ার পরে যা ঘটে...
মেয়েঃ একের লুচ্চা হারামিটা। ঐ ছেলে এক নাম্বারের চাপাবাজ। ওর মত বদমাইশ ছেলে এই দুনাইয়ায় একটাও আছে কিনা সন্দেহ। আল্লাহ্, জানিস না রিলেশনের আগে কত্তকিছু বলছিল, এটা দিবে ওটা দিবে, ওখানে নিয়ে যাবে হেন-তেন আরো কত কিছু। কিন্তু কে জানত যে ও একটা মিনমিনে শয়তান? কয়টা মেয়ের সাথে যে টাঙ্কি মারে সেটা বলে শেষ করা যাবে না। সব ছেলে এক, আর ও একটা টুট, টুট, টুট...
ছেলেঃ আরে ধুর, শালী চোদ্দঘাটের পানি খাওয়া মাল । আমি ভাবছিলাম কিছু বুঝে না, কত নিষ্পাপ, কত বিশ্বাস করছিলাম। কিন্তু ও যে এতো বড় হারামজাদী তা কে জানত। এক ছেলেকে দিয়ে পোষায় না ওর, তাইতো আমার সাথে ব্রেকআপ এখন অন্য ছেলের সাথে কুঁচকুঁচ শুরু করছে। দেখবি দুদিন পর ঐ ছেলেকে ছেড়ে অন্যজনের কাছে চলে গেছে আবার। সব মেয়েরাই এক, আর ও একটা টুট, টুট, টুট...
সম্পর্ক যেমনই হোক না কেন, ব্রেকআপ এর পর বসন্তকাল চৈত্রমাসের খরার মত রুপ ধারণ করে, আর বর্ষাকালের মত প্রেমিক-প্রেমিকার মাথার মধ্যে বিদ্যুৎ চমকাতে শুরু করে।
কিন্তু, ভালোবাসা যদি সত্যিকারের হয়, আর পারিবারিক কারণে ব্রেকআপ হয়, তাহলে ব্রেকআপ এর পরও একে অপরকে আগের মত ভালোবাসে আর কারো সম্পর্কে কেউ কোনদিন কোন খারাপ কথা কাউকে বলে না, বা তার বিরুদ্ধে বাজে কথা ছড়ায় না।
©somewhere in net ltd.