![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বাংলাদেশ হচ্ছে এমন একটা বদ্বীপ যেখানে প্রায় প্রত্যেক বছর বন্যা না হয় একটা ঘূর্ণিঝড় হয়।
কিন্তু আমরা বাঙ্গালী জাতি এই বন্যা আর ঘূর্ণিঝড় এর মধ্যে যেভাবে কষ্ট করে বেঁচে থাকি, তা বিশ্বের আর কোন জাতি পারবে না।
প্রকৃতি কিছুতেই আমাদের হারাতে পারে না। আমরা অসম্ভব কষ্টসহিষ্ণু একটা জাতি, প্রকৃতি আমাদের শুইয়ে দিতে চাইলেও আমরা আবার মাথা উঁচু করে দাঁড়ায়।
এতকিছুর পরও আমরা বেঁচে আছি যুগ যুগ ধরে, থাকব মাথা উঁচু করে। কেননা বাঙ্গালী জাতি হারতে জানে না, জানে না মেনে নিতে পরাজয়।
আমাদের মত এমন জাতি বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
আমি গর্বিত, আমি বাংলাদেশী
©somewhere in net ltd.