![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বন্ধুদের সাথে প্ল্যান করেছিলাম, মেলায় যাব। তো সকাল বেলা বান্ধবীর ফোন। "রাজু" তুমি কোথাই? আমি রেডি, তুমি আসলেই বের হব, সবাইকে ফোন করা শেষ।
অতঃপর আমি একটা পাঞ্জাবী পরে ওর বাসার সামনে গিয়ে ফোন দিলাম। দেখলাম খুব সুন্দর করে সাজুগুজু করে পহেলা বৈশাখ এর শাড়ি পরে আমার দিকে আসছে। সুন্দরই লাগছিল, খারাপ না। কারণ সাজুগুজু করলে সব মেয়েকেই সুন্দরী দেখায়।
আমার কাছে আসার পর আমি তাকে বললাম, "তোমাকে ভালোই লাগছে"
এই কথা বলেই যেন আমি বিপদে পড়ে গেলাম...
নিজের প্রশংসা শুনে সে যা যা বলা শুরু করল।
আচ্ছা "রাজু" আমার শাড়ি টা কেমন হয়েছে বল না?
-হ্যাঁ পহেলা বৈশাখ এর শাড়ি, ভালোই লাগছে, নতুন শাড়িতে।
আচ্ছা আমার চুড়ি গুলো কেমন দেখ তো?
-বাবা, পুরো চুড়ির দোকান, এতো চুড়ি পরে কেউ? হ্যাঁ ভালোই লাগছে।
থ্যাঙ্কু, দেখ তো টিপ টা ঠিক আছে কিনা?
-হ্যাঁ ঠিক ই তো আছে।
আচ্ছা দেখ দেখ, নেইল পলিশ করেছি, ম্যাচ হয়েছে না বল?
-হ্যাঁ ম্যাচ হয়েছে।
আচ্ছা "রাজু"............(কিছু বলার আগেই)
-উফ্ বাবা বললাম তো সবই ভালো হয়েছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে এইবার?
রাগ করে বলছ নাতো? সত্যি ভালো লাগছে তো?
-এই রিকশা সৈনিক ক্লাব যাবা?
নতুন কিছু জিজ্ঞেস করার আগেই, ওকে রিকশায় তুলে নিয়ে মেলার উদ্দেশে রওয়ানা হলাম।
পুনশ্চঃ মেয়েরা তাদের প্রশংসা শুনতে খুবই ভালোবাসে। আপনি যতই প্রশংসা করবেন তারা ততই খুশি হবে। আপনি একটি জিনিসের প্রশংসা করলে সে আরেকটি জানতে চাইবে?
(প্রমাণিত)
©somewhere in net ltd.