নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার ফেইসবুকের আত্মকাহিনী

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আমার যখন ফেইসবুকে একাউন্ট ছিল না, তখন অনেক ইচ্ছা ছিল যে আমার বন্ধুদের মত আমিও ফেইসবুক ইউজ করব, আমিও একটা একাউন্ট খুলব। অতঃপর ২০১১ সালের প্রথম দিকে ফেইসবুকে একটা একাউন্ট খুলি।



নতুন নতুন কিছুই বুঝতাম না। কিভাবে কি করতে হয়। কিভাবে ফ্রেন্ডরিকুয়েস্ট পাঠাতে হয়? কিভাবে মেসেজ দিয়ে কথা বলতে হয়? কিভাবে হাজার হাজার বন্ধু বানানো যায়? কিছুই না, কিন্তু ব্যাবহার করতে করতে একদিন ঠিকই সব বুঝে গেলাম।



আমারও অনেক বন্ধু হয়ে গেল। চ্যাটিং করাও শিখে গেলাম। প্রথম প্রথম প্রায় সারাদিনই ফেইসবুকে পড়ে থাকতাম। কি করতাম নিজেও জানি না। কিন্তু ঘড়িতে তাকিয়ে দেখি ঘন্টার কাটা ঠিকই টিকটিকির মত টিকটিক করতে করতে পার হয় যায়।



তারপর গ্রুপ সম্পর্কে আমার ধারণা হয়। বন্ধুদের সাথে গ্রুপে আড্ডা দিতাম। তো মনে হল নিজের একটা গ্রুপ থাকলে ক্ষতি কিসে? যেই ভাবনা সেই কাজ। খুলে ফেললাম নিজের একটা গ্রুপ। তারপর মাথায় ভূত চাপল, কিভাবে অন্যদের মত আমার গ্রুপে হাজার হাজার মেম্বার হবে? শুরু করলাম সবাইকে এড করা।



এভাবেই চলতে থাকে। দেখলাম বি.সি.এস ও অন্যান্য পরীক্ষার জন্য বিভিন্ন ধরণের প্রশ্ন প্রকাশ করে অনেক পেইজ। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরও কিছু পেইজ আমার চোখে পড়ল, সেই সাথে গল্প, জোকস, গায়ক দের পেইজ। তো লাইক বাটনে ক্লিক করে রাখলাম। ভালোই লাগত পড়তে। জোকস পড়তাম আর গাধার মত হি হি হি করে হাসতাম।



ভাবলাম, আচ্ছা সবার মত যদি আমারও একটা পেইজ হয় ক্ষতি কি তাতে? সবাই আমার পেইজে লাইক দিবে। সবাই আমার লিখা স্ট্যাটাস এ লাইক কমেন্টস করবে। ইশ ভাবতেই কেমন খুশি হয়ে গেলাম। অবশেষে ফেইসবুকে একটা পেইজ খুলেই ফেললাম।



এতকিছু করে ফেললাম। ভাবিনি কখনও। পরিচয় হল বভিন্ন ছেলিব্রিটিদের সাথে। দেখতাম তাদের স্ট্যাটাস এ হাজার হাজার লাইক। ভাবতাম ইশ তারা যদি আমার বন্ধু হত। তাদের যদি এড করতে পারতাম? এইতো Arif R Hossain, Moyla Baba,অচিকীর্ষু লৌকিক, ব্লগার নীলসালু সহ আরো অনেককে এড করেই ফেললাম যারা ফেইসবুকের সবথেকে বড় ছেলিব্রিটি।



আজ আর কোন কিছু চাওয়া নেই আমার। ফেইসবুকে যা যা দরকার সবকিছু পাওয়া শেষ আমার। আমি আজ সত্যিই অনেক আনন্দিত, অনেক ভাগ্যবান যে তাদের মত ছেলিব্রিটি আমার মত ছোট, নগণ্য একজন মানুষের ফ্রেন্ডলিস্টে আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.