![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
শুক্রবার আমাদের সবার ছুটির দিন। সপ্তাহের ছয়টি দিন বেস্ত থাকলেও শুক্রবার কিন্তু আমরা অনেকেই অবসরে বসে থাকি। আচ্ছা এই শুক্রবার কি আমরা শুধু শুধু বাসায় বসে না থেকে পথশিশুদের নিয়ে একটু কাজ করতে পারি না?
আপনার কয়েকটা বন্ধুবান্ধবকে নিয়ে বিকেল বেলা বসেন। সবাই মিলে আলোচনা করেন, কিভাবে কি করা যায়?
কোথায় যাওয়া যায়?
কি কি কাজ করা যায়?
আমাদের সবার বাসার/ফ্ল্যাটের আসেপাশেই অনেক টিনসেড বাসা আছে। অনেক টিনসেড বাসায় খেটে খাওয়া মানুষ থাকে, বা একটু কষ্ট করে আশেপাশের কোন বস্তিতে গেলেন, সেখানে গিয়ে দেখবেন ছোটছোট অনেক বাচ্চা খেলা করছে। তাদের একসাথে নিয়ে বসেন। তাদের সাথে কথা বলেন। তাদেরকে ক-খ, অ-আ, ১-২ পড়ান।
বান্ধবীরা যা যা করতে পারে;
মহিলাদের পরিবার পরিকল্পনার কথা বলতে পারে। বোঝাতে পারে যে দুটি সন্তানের বেশি নয় একটি সন্তান হলে আরো ভালো হয়। তাদেরকে একটি সন্তাদের উপকারিতা ও অধিক সন্তানের অপকারিতা বুঝাতে পারে। প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে তাদের শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে।
এখনি তো সময় রে ভাই। আসুন না শুরু করি, আমরা শুরু না করলে কে করবে? কে এদের কে বোঝাবে? কে এদেরকে দেখাশোনা করবে? আমরা যেহেতু শিক্ষিত এটা আমাদের দায়িত্ব তাদেরকে ভালো পথ সঠিক পথ দেখান।
আসুন শুধু চিন্তা না করে, চিন্তাটাকে বাস্তবে কাজে লাগায়
©somewhere in net ltd.