![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
চলে যাচ্ছি দোস্ত ! একদম নেটওয়ার্কের বাইরে !! — traveling to Saint Martin.( এপ্রিল ১২ , ৫:১৭p.m.) - সাব্বির হাসান
স্ট্যাটাস এ প্রথম কমেন্টঃ- রাইফা সৈয়দঃ টাটা... :-h
স্ট্যাটাস এ দ্বিতীয় কমেন্টঃ- সাব্বির হাসানঃ উইল মিস ইউ
স্ট্যাটাস এর কথাটাই সত্যি হয়ে গেল। দেখলাম অনেকে কমেন্টস করেছে কেন এই স্ট্যাটাস দিয়েছিলেন ভাইয়া? এখন এই স্ট্যাটাসটাই যে সত্যি হয়ে গেল।
ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের ওরা একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গত ১৩ এপ্রিল গিয়েছিল কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। আর ফেরেনি তারা। সাগরের অথৈ নীলে হারিয়ে গেছে, সেখান থেকে আর কোনদিন ফিরবে না তারা।
তাদের প্রোফাইল ঘুরে ঘুরে দেখছিলাম। সবকিছু ঠিক আগের মতই আছে। সেই স্ট্যাটাস, সেই কমেন্টস, সাব্বিরের মিষ্টি চেহারার অনেকগুলো ছবি সবকিছু আগের মতই আছে, শুধু সেই মানুষটি নেই। তার মা-বাবাকে, বন্ধু-বান্ধবকে, শিক্ষক-শিক্ষিকাকে এবং সর্বোপরি এই পৃথিবীকে কাঁদিয়ে চলে গিয়েছে তারা অনেক অনেক দূরে।
একটি এক্সিডেন্ট, সারাজীবনের কান্না। তারা এক্সিডেন্টে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমাদের সবাইকে একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে, তখন সাব্বিরের মত আপনাদের প্রোফাইলে এসে সবাই দুঃখ প্রকাশ করবে, কাঁদবে আপনার মা-বাবা, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষিকা এবং সর্বোপরি এই পৃথিবী।
আমরা শোকাহত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কোথাও শুনেছিলাম পানিতে ডুবে মারা গেলে তারা জান্নাত পায় ,আজ কেন জানি কথাটা খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে।
১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
রাজু রহমান বলেছেন: আমিও আজকেই জেনারেল হয়েছি ভাই।
আমীন, আল্লাহ্ যেন তাদের বেহেশত দান করেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
সিকদারভাই বলেছেন: এই মাত্র জেনারেল হলাম । এটাই আমার প্রথম কমেন্ট ,
হে আল্লাহ তুমি সাব্বির ও অন্যান্যদের বেহেশত দান কর।