![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
জীবনকে শুধালাম আমি
কেন তুমি কণ্টকশয্যা?
সামান্য জীবিকার তাগিদে
ক্ষয় করতে হয় যে অস্থিমজ্জা।
ভালোলাগাকে শুধালাম আমি
কেন তুমি এত মধুময়?
প্রথম দেখায় যে জিনিস টাকে
জয় করতে ইচ্ছে হয়।
ভালোবাসাকে শুধালাম আমি
কে করেছে তোমায় সৃষ্টি?
ভালোবেসে যে ফিরিয়ে দেয়
জন্মান্ধের দৃষ্টি।
সুখ কে শুধালাম আমি
কেন তুমি এত রমণী?
যুদ্ধ শেষে ফিরে পায়
সন্তানকে তার জননী।
হাসিকে শুধালাম আমি
কেন তুমি এত লাবণ্যময়?
প্রিয়জনের দুঃখকে করি
আমার মাধ্যমে জয়।
কান্নাকে শুধালাম আমি
কেন তুমি এত অবাধ্য?
ভালোলাগার জিনিষ যখনই
হয়না পাওয়া সাধ্য।
দুঃখকে শুধালাম আমি
কেন তুমি এত কষ্টদায়ক?
শত আরাধনার পরেও
সফল হতে পারে না যে মহানায়ক।
মরণকে শুধালাম আমি
কেন করে রাখ সবার আশা অপূর্ণ?
শত পাপের বীজ বুনে
জীবনকে করেছে যে জরাজীর্ণ।
©somewhere in net ltd.