![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
রিকশাওয়ালা কোনদিন চায় না তার ছেলে রিকশা চালাক
কুলি কোনদিন চায় না তার ছেলে মানুষের বোঝা বহন করুক
মুচি কোনদিন চায় না তার ছেলে মানুষের জুতা পলিশ করুক
কামার কোনদিন চায় না তার ছেলে দা, বটি তৈরি করুক
কুমার কোনদিন চায় না তার ছেলে হাঁড়িপাতিল তৈরি করুক
জেলে কোনদিন চায় না তার ছেলে খালে-বিলে মাছ ধরুক
মেথর কোনদিন চায় না তার ছেলে মানুষের টয়লেট পরিষ্কার করুক
অর্থাৎ প্রতিটা মা-বাবা চায় সে যে কষ্ট করেছে বা করছে। তার ছেলেমেয়ে যেন সে কষ্ট না করে। সব মা-বাবা চায় তার ছেলেমেয়েকে কষ্ট করে হলেও অনেক অনেক বড় করতে। তাই শত কষ্ট করে হলেও তারা তাদের ছেলেমেয়েকে বড় করার জন্য, শিক্ষিত করার জন্য চেষ্টা করে যাচ্চেন প্রতিনিয়ত।
আমরা কখনও এভাবে ভেবেছি???
সত্যি আমাদের বাবা-মা অনেক কষ্ট করে রে...
১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২০
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:১৮
ইয়ািসর অাহেমদ বলেছেন: ভাই , সারা জীবন বাবা মার কথা চিন্তা করে পরাশোনা তো শেষ করলাম। কিন্তু চাকরি বাকরি কিছুই হচ্ছে না। এখন তো দুঃখ একটাই। শেষ পর্যন্ত কি আমি পারবো তাদের আশা সত্যি করতে?
১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২১
রাজু রহমান বলেছেন: পারবেন ভাই। আশা রাখুন, নিরাশ হয়েন না। আল্লাহ্ সঠিক বিচার করেন
৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: হুম...
১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২২
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ১১:২৬
ক্যাতর আলী বলেছেন: হ
আমাগের পোলাপাইন হইলে আমরাও করুম
তয় আমাগের আরও উপলব্ধি করা দরকার