![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
রাজ, রুদ্র ও আসিফ ৩ জন খুবই ঘনিষ্ঠ বন্ধু, তারা গ্রামের একটি সরকারি বিদ্যালয়ে পড়ে। রেজাল্টের দিন ১২ টা পর্যন্ত তারা কেউ বাড়ির বাহিরে বের হয় নি। ঠিক ১২ টায় সবাই একসাথে স্কুলে যায়। স্কুলে গিয়ে তারা রেজাল্ট বোর্ডের দিকে তীর্থের কারের মত চেয়ে থকে।
অনেক খুঁজাখুঁজি করে প্রথমে রাজ তার রোল নাম্বারটা পেল এবং সে A+ পেয়েছে। ঠিক তার কিছুক্ষণ পর রুদ্র তার রোল নাম্বারটা রেজাল্ট বোর্ডের এক কোণায় দেখতে পেল এবং সেও A+ পেয়েছে। দুইজনের খুশি দেখে কে? চিল্লায়া স্কুলের মাঠ ফাটিয়ে ফেলবে এমন ভাবে চিল্লাতে শুরু করল।
রাজ বলল, এখন আসিফের রোলটা দেখ, দুজনে দিলে খুঁজতে লাগল আসিফের রোল। কিন্তু একি, স্কুলের সব রেজাল্ট বোর্ডের খুঁজেও তারা কোথাও পেল না আসিফের রোল। তারা দুজনে ছুটে গেল আসিফের কাছে। আসিফ তখন তার গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করছিল। তারা বলল আসিফ তুই ফেল করেছিস। আসিফ ভাবল তারা হয়ত দুষ্টুমি করছে। কিন্তু আসিফ পরক্ষনেই বুঝতে পেরে ছুটে গেল শিক্ষকদের কাছে। হ্যাঁ সত্যিই আসিফ ফেল করেছে।
যে ছেলে প্রথম শ্রেণীতে রোল ৩১ নিয়ে ভর্তি হয়ে দ্বিতীয় শ্রেণীতে রোল ৩ করে করে, চতুর্থ শ্রেণীতে করে ২ এবং পঞ্চম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পায় এবং সে সবসময় তার রেজল্ট ধরে রাখে। স্কুলে "ক্লাশ ক্যাপ্টেনের" দায়িত্ব পালন সহ সব শিক্ষকদের চোখের মণি, মা-বাবার এতো বুক ভরা আশা সে কিভাবে ফেল করতে পারে S.S.C তে? কেউ যেন বিশ্বাস করতে পারছে না !! কিন্তু এটাই বাস্তবতা...
এর কিছুদিন পর আসিফের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। একজন ফেল করা ছাত্র তো আর তার বয়ফ্রেন্ড হতে পারে না !!
এটাই বাস্তবতা, আর বাস্তবতা বড় কঠিন রে...
১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪০
রাজু রহমান বলেছেন: কি বলব বুঝছি না !!!
হয়ত আপনি ঠিক
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে জঘন্য শিক্ষাব্যাবস্হা বাংলাদেশে!