![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বলিতে চাই জীবনে ঘটে যাওয়া কিছু কথা
যেগুলোতে মিশে আছে শত সহস্র ব্যাথা
এই জীবনে মিশে আছে দুঃখের কালো ছোঁয়া
বলিব আজ জীবন থেকে যা কিছু গেছে খোয়া
জীবনের প্রথম বেলায় বেসেছিলাম যারে ভালো
ক্যান্সারের দোহায় দিয়ে আমার ছেড়ে চলে গেল
তার শোকে আমি পাগল প্রায়, হয়ে নিরুপায়
ঘুরে বেড়ায় রাতদিন
কে জানিত এই প্রভাত বেলায়
তার পরাণে বাজিবে মরণ বীণ?
কোন পাপে হয় বিধাতা আমায়
করেছেন সাথীহারা?
সুখ দুঃখের সাথীরে হারিয়ে আজ
হয়েছি আমি দিশেহারা
তোমার তরে হয়, গীত লিখে যাই
লিখে যাই কত কবিতা
তুমি কি জান তোমায় ছাড়া
অপূর্ণ থেকে যায় সবি-তা?
চেয়েছিলাম সুখ যত, পাইনি তত
সবই থেকে গেল অপূর্ণ
আজ তোমার মৃত্যুতে জীবন আমার
হয়েছে জরাজীর্ণ
মুখ তুলে চাও দেখিতে কি পাও
বসে আছি কবরের পাশে
মুখ ফুটে আমি বলিতে পারি না
দুঃখের কথা কারও কাছে
হয়ে একেলা, কাটেনা বেলা
বসে রই নদী ঘাটে
জান তুমি আজ কেউ আসে না
রাখতে হাত আমার হাতে?
কত আশা ছিল সব ভেঙ্গে গেল
কেন তুমি করলে আড়ি?
আমায় একা রেখে কেন চলে গেলে
পরকাল দিতে পাড়ি?
সময়ের স্রোতে দিগন্তের পথে
হয়তোবা হারিয়ে যাবে তোমার শোক
ভয় পেয় না ভুলবে না তোমায়
যে বুলাবে আমার কবিতায় চোখ !!
©somewhere in net ltd.