![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
তোমার হৃদয় যদি হত
সাগরের মত উত্তাল
তরী নিয়ে ভেসে বেড়াতাম তোমার বুকে
ডুবুরী হয়ে ডুব দিতাম তোমার গভীরে
তোমার হৃদয় যদি হত
আকাশের মত বিশাল
শঙ্খচিল হয়ে উড়ে বেড়াতাম তোমার বুকে
মেঘ হয়ে ভেসে বেড়াতাম তোমার আশে পাশে
তোমার হৃদয় যদি হত
পাহাড়ের মত অটল
ঝর্ণা হয়ে ঝরে পড়তাম তোমার বুক চিরে
আরোহী হয়ে জয় করতাম তোমার সর্বচ্চ শৃঙ্গ
তোমার হৃদয় যদি হত
অরন্যের মত গহীন
নিশি রাতে অভিসারে যেতাম তোমার মাঝে
পাখি হয়ে গান শুনাতাম গাছের ডালে বসে
তোমার হৃদয় যদি হত
ধূধূ মরুভূমি
ভালোবাসার ফুল হয়ে ফুটে উঠতাম তোমার বুকে !!
©somewhere in net ltd.