![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
তুমি যদি বল আকাশ থেকে এনে দিতে চাঁদ
শত তারার বেষ্টনী ভেদ করে এনে দেব তোমায়
তুমি যদি বল কণকণে শীতের সকালে পুকুরে ঝাঁপ দিতে
শত কষ্ট হওয়া সত্ত্বেও ঝাঁপ দেব পুকুরের পানিতে
তুমি যদি বল এনে দিতে পদ্ম ফুল
শত কাঁটার আঘাত সহ্য করে এনে দেব তোমায়
তুমি যদি বল পাহাড়ের চূড়া থেকে এনে দিতে ফুল
জীবন বাজি রেখে তোমায় এনে দিতে হবে নাকো ভুল
তুমি যদি বল তপ্ত দুপুরে পিচঢালা পথে হাঁটতে
শেষ সহ্যশক্তি বিসর্জন দিয়ে হাঁটব তোমার মন রক্ষার্থে
তুমি যদি বল কালবৈশাখীর ঝড়ে পাড়ি দিতে গহীন বন
পাড়ি দিব আমি শুধুমাত্র রক্ষা করতে তোমার মন
যা বল করতে রাজী মাথায় পরে মরণ বিষের তাজ
শুধু একটাই আকুতি আমার ভালোবাসা ফিরিয়ে দিও না আজ
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো তোমার পাশে
ভালোবেসে যাব তোমায় প্রতিটি নিঃশ্বাসে ও বিশ্বাসে !!
১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৬
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রেমিক। সফল হোন প্রেমে কবি ।
১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৬
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ রাত ৮:৫০
নিশিথের নিশাকর বলেছেন: সুন্দর হয়েছে দোস্ত