![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আজিকে এই সন্ধ্যা বেলা
চারিদিকে জলের খেলা
ভাসিয়েছি মনের ভেলা
খুঁজে নাহি পাই তীর
মন আমার হয়ে উঠেছে অধীর
চলেছি আপন মনে
ঠেকে যাই ক্ষণে ক্ষণে
দেখা হয় নানা জনে
খুঁজে নাহি পাই তীর
মন আমার হয়ে উঠেছে অধীর
পথ বুঝি ফুরিয়ে যায়
তবু দেখা নাহি পাই
এখন আমি কোথা যাই
খুঁজে নাহি পাই তীর
মন আমার হয়ে উঠেছে অধীর
হটাৎ ভেলা এসে
ভিড়ল পথের শেষে
দেখলাম বাড়ির পাশে
মনে হল খুঁজে পেলাম তীর
আনন্দে মন আমার হয়ে উঠেছে অধীর !!
©somewhere in net ltd.