![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
পৃথিবীর সব দুঃখ বুঝি
করেছে আমায় আপন
দুঃখের দহনে আজ আমার
মৃতপ্রায় এ মন
যখন আমি থাকি একা
ঘরের কোণে বসে
আমার দুঃখে দেয়ালের রঙ
পড়ে খসে খসে
দুঃখে ভরা জীবন আমার
গাই দুঃখের গান
সেই গান শুনে
থেকে যায় পাখির কলতান
মৃত্যুই বুঝি সব সমাধান
সবকিছু কেমন বেঠিক
ঘরের দেয়ালের টিকটিকিটাও
করে উঠে ঠিকঠিক !!
©somewhere in net ltd.