![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
রাতের বেলা হয়ে একেলা
শুরু করেছি এই পথচলা
চারিদিকে শুনশান
এই বুঝি যায় প্রাণ
আজ আমার নেই ত্রাণ
মনে ভয়
জয় পরাজয় নিয়ে সংশয় !!
এই সুদীর্ঘ পথখানি
পাড়ি দিতে হবে জানি
হয়ে নিরুপায়
খুঁজছি উপায়
মন দেয় না শায়
দাঁড়িয়ে রই
জয় পরাজয় নিয়ে সংশয় !!
হটাৎ আমার পিছু
তাকিয়ে দেখলাম কিছু
দাঁড়িয়ে আছে
গাছের কাছে
ধোঁয়ার পাশে
আকারে অতিকায়
জয় পরাজয় নিয়ে সংশয় !!
ভয়ার্ত কণ্ঠে, শঙ্কিত মনে
জিজ্ঞেস করলাম কে ওখানে?
জোনাকি ঝিকঝিক
নিছুপ চারিদিক
ভয় শতাধিক
কাটল মায়া
আবিষ্কার করলাম এ আমার ছায়া !!
©somewhere in net ltd.