![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
ছোটবেলা থেকে শুনে আসছি,
“জীবনের একটা লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে”
তা না হলে নাকি জীবনে বড় হওয়া যায় না, সফল হওয়া যায় না।
কিন্তু আজ আমি বিশ্ববিদ্যালয়ে পড়েও আমার জীবনের লক্ষ্য ঠিক করতে পারলাম না।
ছোটবেলা থেকে আমার আব্বুকে দেখে জীবনের লক্ষ্য ঠিক করেছিলাম আর্মি অফিসার হব। সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কাজও করেছিলাম। আর্মি অফিসার হওয়ার জন্য প্রতিটা পরীক্ষায় প্রথম চান্সে পাশও করেছিলাম। কিন্তু চূড়ান্ত পরীক্ষা ISSB থেকে বাদ হয়ে চলে আসলাম। ধূলিসাৎ হয়ে গেল আমার আর্মি অফিসার হওয়ার স্বপ্ন।
স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। HSC তে কমার্স বিভাগ থেকে A+ রেজাল্ট করে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করে, দিনরাত পড়াশুনা করেও সেই স্বপ্ন পূরণ হল না। আবারও ধূলিসাৎ হয়ে গেল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন।
জাতীয় বিশ্ববিদ্যালয় (তিতুমির) ম্যানেজমেন্ট সাবজেক্ট পেয়েও ভর্তি হলাম না। কারণ তখনও কোন লক্ষ্য ঠিক করতে পেরেছিলাম না, আসলে কোন বিষয় নিয়ে পড়ব? আর কোন সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ব।
সর্বশেষে প্রায়ভেট বিশ্ববিদ্যালয়ে (সাউথ ইষ্ট ইউনিভার্সিটি) বিবিএ তে ভর্তি হলাম এবং এখন এখানেই পড়াশুনা করছি। বিশ্ববিদ্যালয়ে এসেও আমি আমার লক্ষ্য ঠিক করতে পারলাম না, আসলে আমি ব্যাংকার হব? নাকি কোন মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরী করব?
জীবন চলছে ঠেলাগাড়ির মতন। অপেক্ষা করছি, শুধুই অপেক্ষা। দেখি কোন যায়গায় গিয়ে এই ঠেলাগাড়ি থামে।
©somewhere in net ltd.