![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সাব্বির বয়স ১২ বছর, রাজধানীর একটা রেস্টুরেন্টে কাজ করে...
প্রতিদিন রেস্টুরেন্টের ভেতরে এক টেবিল থেকে আরেক টেবিলে যতবার হাঁটাহাঁটি করতে হয়, সেই পরিমাণ কেউ যদি সোজা একটানা হাঁটতে থাকে তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারে পৌঁছে যাওয়া যায়।
কিন্তু এই রোজার মাসে সে একটু আরামে আছে। তার খুব বেশি ছুটোছুটি করতে হয় না, ইফতারের টাইমে একটু দৌড়াতে হয় আর কি। রেস্টুরেন্টে কাজ করলেও সে প্রতিটা রোজা রাখে।
মাগরিবের আযান দেয়ার সাথেসাথেই রেস্টুরেন্টে সবাই এসে ভিড় জমায় ইফতারের জন্য। সাব্বির শুধু একগ্লাস পানি খেয়ে রোজা ভাঙ্গে এবং সাথেসাথেই প্রতিটা টেবিলে ইফতারি নিয়ে দৌড়াদৌড়ি করে।
সবার ইফতারের পর যে ইফতারি বেঁচে যায় সাব্বির বিনা দ্বিধায় সেইটুকু খেয়েই তার ক্ষুধা নিবারণ করে।
রাজধানীতে এমন হাজারো সাব্বির আছে যারা ইফতারের সময় মানুষের মুখের কাছে খাবার পৌঁছে দেয়, কিন্তু এমন কেউ কি আছে যারা এইসব সাব্বিরের মুখে খাবার তুলে দেয়?
আমরা চাইলেই কিন্তু এইসব সাব্বিরের মুখে হাসি ফোঁটাতে পারি !!!
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:২০
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
খুব সুন্দর কমেন্ট করেছেন.।।।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
রাজিব বলেছেন: "আমরা চাইলেই কিন্তু এইসব সাব্বিরের মুখে হাসি ফোঁটাতে পারি"
সুন্দর বলেছেন। পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার স্বপ্ন আজ না হোক ১০ বছর পরে হলেও সত্য হয়।
তবে আমাদের কেউ কেউ হোটেলে গিয়ে পান থেকে চুন খসলেই সাব্বিরদের গালি ও চড় থাপ্পড় দিয়ে হাসি ফোটানোর চেষ্টাও করে থাকি।