![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বিয়ের পর স্ত্রীকে দেশে ফেলে রেখে স্বামী চলে যায় বিদেশে। স্ত্রী পড়ে থাকে দেশে আর স্বামী জীবিকার তাগিদে বিদেশে ছুটে টাকার পেছনে। তবে বিদেশ যাওয়ায় আগে স্ত্রীকে নানান রকম দোহাই, ওয়াদা, কসম দিয়ে যায় যেন তার অবর্তমানে অন্য পুরুষের সাথে কথা না বলে, দেখা না করে বা স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট না করে।
অপরদিকে স্ত্রীও তার স্বামীকে কসম দিয়ে দেয় যেন বিদেশে গিয়ে অন্য মেয়ের পাল্লায় না পড়ে। তাদের বিশ্বাসের অমর্যাদা যেন না হয়। অতঃপর বিদেশ যাওয়ার পর দুজন দুজনের জন্য অপেক্ষা করতে থাকে কবে তারা স্বামী-স্ত্রী একত্রে হবে। সে অপেক্ষার প্রহর যে কতটা কষ্টকর তা প্রকৃত স্বামী-স্ত্রী বোঝে।
বিদেশে থাকাকালীন সময় ফোনে দুজনের মধ্যেই কথোপকথন হতে থাকে। একে অপরের খোঁজ খবর নেয়, সংসারের অবস্থা নিয়ে হয়, কথা হয় একজনের ভালোলাগা খারাপলাগা নিয়ে।
কিন্তু স্বামী বিদেশে থাকাকালীন সময়ে স্বামীকে ছাড়া স্ত্রীরা একাকীত্ব বোধ করে। আর এই একাকীত্ব বোধ কাউকে এতোটা গ্রাস করে ফেলে যে তার পক্ষে একা থাকা অসম্ভবপর হয়ে দাঁড়ায়। আর তখনই সে একটা বন্ধুর প্রয়োজনীয়তা অনুভব করে। এবং সেই প্রয়োজনীয়তা এক সময় আবশ্যক হয়ে দাঁড়ায়।
অতঃপর একটি পরপুরুষের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় এবং তার সাথে সে মনের সব কথাগুলো শেয়ার করতে থাকে। এই মনের ভাব শেয়ার করতে করতে দুজন একসময় এতোটা কাছে চলে আসে যে, তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রমোশন নিয়ে পরকীয়ায় রুপ নেয়। এবং স্বামীর অভাব সেই বন্ধুর মাধ্যমে পূরণ করতে থাকে।
অপরদিকে স্ত্রীর অবর্তমানে স্বামীও একাকীত্ব বোধ করতে থাকে। পুরুষেরও তো মন আছে? বরং নারীর থেকে পুরুষের পুরুষত্বের চাহিদা অনেকাংশে একটু বেশিই। তাই স্বামী তার পুরুষত্বের চাহিদা মেটানোর জন্য চলে যায় কোন আবাসিক হোটেলে বা জড়িয়ে পড়ে কোন এক অনৈতিক সম্পর্কে।
আবার, এমন অনেক স্বামী-স্ত্রীকে দেখেছি যারা স্বামীর দিয়ে যাওয়া সেই ওয়াদা, সেই কসম তিল তিল করে রক্ষা করতে থাকে। নিজের ভালোলাগা, পছন্দ, পাওয়ার আকাঙ্ক্ষা সবকিছু অতি যত্ন করে তুলে রেখে দেয় তার স্বামীর জন্য। স্বামীর আমানাত রক্ষা করতে থাকে।
পরতঃপক্ষে এই শ্রেণীর স্বামী-স্ত্রীরা হচ্ছে প্রকৃত স্বামী-স্ত্রী !!
২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭
রাজু রহমান বলেছেন: 'রেমিট্যানস' বাড়ছে
_____সেই সাথে বাড়ছে পরকীয়ার সংখ্যা।
২| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০০
রাবেয়া রব্বানি বলেছেন: আমি মনে করি এইভাবে মানুষকে বিচার করা যায় না। মানুষ দূর্বল প্রাণী। যে বিচার করবে সেও যাকে করবে সেও।
২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫
রাজু রহমান বলেছেন: যদি কিছু স্বামী-স্ত্রী পারেন তাদের চাহিদা তার স্বামীর জন্য বা স্ত্রীর জন্য গচ্ছিত রাখতে, তাহলে অন্যরা পারবে না কে?
আমি আমার বান্ধবীর পরকীয়া দেখেছি।
আবার স্বামীর অবর্তমানে ফোনে পর্যন্ত কথা বলত না এমন বান্ধবীকেও দেখেছি।
৩| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯
হেডস্যার বলেছেন:
২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০
রাজু রহমান বলেছেন: হে হে হে সুপার ভাই
থ্যাংকস আপনাকে, এমন বিরল একটা ছবি দেখানোর জন্য
৪| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৩
রেজা এম বলেছেন: আহা আহা আহা !!!!! মধুর বাস্তব
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪
হরিণা-১৯৭১ বলেছেন: দেশের সবাই চান, মানুষ বাইরে গিয়ে 'রেমিট্যানস' পাঠাক; োর পরিবারের কি হচ্ছে?