![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আপনার সামনে ঘটছে এমন অন্যায়ের যদি প্রতিবাদ না করেন, তাহলে ভবিষ্যতে এর থেকেও গুরুতর অন্যায় আপনার চোখের সামনে ঘটবে কিন্তু আপনি কিছুই বলতে বা করতে পারবেন না।
ধরুন আপনার সামনে একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা মেয়েকে টিজ করছে, আমি দেখেও না দেখার ভান করে চলে গেলেন। আপনি কিছুই বললেন না। কাল যখন আপনার বোন ঐ একই রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন সেই ছেলে যে আপনার বোনকে টিজ করবে না তার কোন গ্যারান্টি আছে?
আবার মনে করুন, কেউ কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলল। আপনি দেখেও কিছু বললেন না। সন্ধ্যার অন্ধকারে আপনি যখন বাড়ি ফিরবেন আপনি যে ঐ কলার খোসার উপর পা দিয়ে এ্যাক্সিডেন্ট করবেনা না তার কোন গ্যারান্টি আছে?
ধরুন আপনার পরিচিত কোন ছোট ভাই কোন এক চিপায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। আপনি আড়াল থেকে দেখেও চলে গেলেন। কাল যে আপনার ছোট ভাই সিগারেট এবং পরে সিগারেটের ভেতর গাঁজা পুরে খাবে না তার কোন গ্যারান্টি আছে?
ধরুন একজন মহিলা ডাস্টবিনে ময়লা না ফেলে বাসার কাছেই একটা গর্তে ময়লা ঢেলে দিল, আপনি দেখেও কিছু বললেন না। রাতের বেলা ডাস্টবিনে যাওয়ার কষ্ট থেকে বাঁচার জন্য সেই মহিলাটি যে আপনার বাসার সামনে ময়লা ফেলবে না তার কোন গ্যারান্টি আছে?
আমি জানি সবগুলোর উত্তরই না...
তাহলে আমরা কেন আমাদের সামনে সংঘটিত অন্যায়ের প্রতিবাদ করি না?
একদিন প্রতিবাদ করে দেখুন, নিজেরও ভালো লাগবে সেই সাথে আমাদের আশেপাশের মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে।
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১
রাজু রহমান বলেছেন: চেষ্টা করুন ভাই।
ধন্যবাদ আপনাকে
২| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১
রাজিব বলেছেন: ফেইসবুকে কত কিছুর পেইজ আছে, গ্রুপ আছে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জন্য পেইজ বা গ্রুপ নেই। সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
রাজু রহমান বলেছেন: রাজিব ভাই, আসুন না আমরা একটা গ্রুপ বা পেইজ খুলি ফেইসবুকে?
http://www.facebook.com/rajuraj698
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯
ঢাকাবাসী বলেছেন: ভাল কথা তবে বাস্তবে করা কঠিন!