![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সেদিন ধানমন্ডি ৩২ থেকে মালিবাগ যাব
পথে একটা সিএনজিকে দাঁড়ানোর জন্য সিগনাল দিলাম
আমি জিজ্ঞেস করলাম ভাড়া কত?
যথারীতি উত্তর দিল ২০০ টাকা
আমি বললাম ১৩০ টাকায় যাবেন?
সে প্রতিউত্তর দিল ১৫০ টাকার নিচে যামু না।
দেরি না করে আমি উঠে পড়লাম...
কিছুদূর যেতেই সে আমাকে বলল,
“ভাই পথে সার্জেন্ট ধরলে বলবেন মিটারে যাইতেছি”
আমি জিজ্ঞেস করলাম কেন?
সে পেছন ফিরে অসহায়ের মত বললঃ
“ভাই মিটারে গেলে পোষায় না, মিটারে ৬০ টাকা ভাড়ার জন্য জ্যামে ২ ঘন্টা আটকা পড়তে হয়, এমন কইরা যদি সারাদিন চলি? তাইলে মালিকরে কি দিমু আর বউ বাচ্চাগোরে কি খাওয়ামু?
তার সামনে ঝুলানো আয়নার দিকে তাকিয়ে, আমি তার চোখের ভাষা বুঝার চেষ্টা করলাম। সত্যিই খেটে খাওয়া মানুষগুলো কি অসহায়!
আমি বললাম, “হ্যাঁ ভাই চলেন, আমি বলব যে আমি মিটারে যাচ্ছি”
নিজেকে নিজে বললাম, “কি হয় সামান্য একটা মিথ্যা কথা বললে? যদি সেই মিথ্যা কথার জন্য একজন মানুষ একবেলা পেটপুরে খেতে পারে”।
সেদিন সিএনজির সামনে সেই আয়নাটার দিকে যদি আমি না তাকাতাম, তাহলে হয়ত কিছুতেই বুঝতে পারতাম না যে মানুষের চোখেও তার অসহায়ত্ব প্রকাশ পায়!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ইমরান আশফাক বলেছেন: আহহারে, পোস্ট টা একেবারে হৃদয় ছুয়ে গেলো।
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
রাজু রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ @ইমরান ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯
জোৎস্নাআলো বলেছেন: এটা কেউ বোঝার চেষ্টাই করেনা।
ভাল লাগল ।