![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বিশ্বাসের পাত্র সবাই হতে পারে না...বিশ্বাস করে ভালোবাসা পাওয়ার মত যোগ্য সবাই হতে পারে না...ভালোবেসে একে অপরকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা সবাই রাখে না...
পৃথিবীতে অসংখ্য ছেলে থাকতে মেয়েটি তোমাকেই বেছে নিয়েছে...আবার; পৃথিবীতে অসংখ্য মেয়ে থাকতে ছেলেটি তোমাকেই বেছে নিয়েছে...এই বিশ্বাসের অমর্যাদা কর না...
ভালবাসার মানুষটিকে শক্ত করে ধরে রাখো...পরম ভালোবাসা দিয়ে বুকের খাঁচার ভেতর বন্দি করে রাখ...ভালবাসার মানুষটিকে সন্মান করতে শিখ...
জীবন মানেই ব্যস্ততা...শত ব্যস্ততার মাঝেও নিজের প্রিয় মানুষটির জন্য একটুখানি সময় বের কর...সময় করে দুজনে কাশফুলের মধ্যে বা কখনও লেক পাড়ে বস...হাতে হাত রেখে তার মনের কথা শোন...
মনে রাখবে;
তোমার একটুখানি অবহেলা, প্রিয় মানুষটির হাজারো দীর্ঘশ্বাসের কারণ !!
কিন্তু এটা কেউ বোঝে না, বুঝলেও কেউ মানে না, মানলেও কেউ নিজেকে শুধরায় না !!
নিজেকে শুধরাও, প্রিয় মানুষটিকে ভালবাসার মত ভালোবাস...
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
রাজু রহমান বলেছেন: সুন্দর বলেছেন। একদম ঠিক
ধন্যবাদ আপনাকে
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
আরজু পনি বলেছেন:
ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয় এ পুরোনো কথা ।
তারপরও যে কোন সম্পর্কের ভালোবাসাকেই (...সেটা স্রেফ বন্ধুত্বেরও হতে পারে ) সম্মান করা উচিত ।
কথাগুলো ...পুরোনো হলেও নতুন করে ভালো লাগা রইল ।।
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮
রাজু রহমান বলেছেন: ঠিক বলেছেন আপনি.।.।.।
আসলে এখন ভালোবাসা বলতে "বিএফ"-"জিএফ" নামক এই কর্পোরেট শব্দটাকে বুঝে থাকে সবাই।
পরিবর্তন দরকার। সিরিয়াসলি পরিবর্তন দরকার।
ভালোবাসা যে শুধু "বিএফ"-"জিএফ"এর মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেকে এটা মানতেও নারাজ
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
ফুলঝুরি বলেছেন: Kew ai kotha mane na , sobai sobar ego niye pore thake, r sob cheye boro kotha sobai onno k poriborton korte chai kintu nijeke poriborton kew korte chaina..