![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
একটা মেয়ের পতিতা হওয়ার পেছনের গল্প জানেন?
"প্রেমের নামে তার দেহ ভোগ করা"
হয়ত মেয়েটি একটুখানি কেয়ারের জন্য, একটুখানি শেয়ারের জন্য, একজনকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। তার না বলা কথা বলার জন্য, তার সুখ একসাথে উপভোগ করার জন্য, দুঃখ গুলোকে একসাথে ভাগাভাগি করার জন্য, একজনকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। ছেলেটিকে তার মন উজাড় করে ভালোবেসেছিল।
অপরদিকে; ছেলেটি তাকে প্রেমের ফাঁদে ফেলে। মিথ্যা স্বপ্ন দেখিয়ে, মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে, তার মিথ্যা (কিন্তু মেয়েটির পবিত্র ভালোবাসার) দোহাই দিয়ে। মেয়েটিকে বাধ্য করেছিল তার দেহকে শপে দিতে এবং "মধু খেয়ে যেমন ভ্রমর ফুলের উপর বসে থাকে না" ঠিক তেমনি "ছেলেটিও দেহ ভোগ করে তাকে ছেড়ে চলে যায়"।
মেয়েটির যে কিছুই করার থাকে না। সে একা বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করে যায়। কিন্তু কিছুদিন পর আবার একজন আসে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে। "ন্যাড়া নাকি বেল তলায় একবারই যায়" কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা চিরকালই মিথ্যা প্রতিপন্ন হয়ে এসেছে যে। মেয়েটি আবারও তাকে বিশ্বাস করে। সবকিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। কিন্তু হায়; কিন্তু সেই ছেলেটিও তার দেহ ভোগ করে চয়ে যায়।
এভাবে মেয়েটি পরিবার থেকে এবং সর্বোপরি সমাজ থেকে বিতাড়িত হয় এবং পতিতা পল্লিতে গিয়ে আশ্রয় নেয়।
তাই আসুন;
অন্তত আপনার জন্য যেন কোন মেয়েকে পতিতা হতে না হয়।
আপনার আশেপাশের মানুষদের জন্য বা আপনার বন্ধুদের জন্য যেন কোন মেয়েকে পতিতা হতে না হয়।
"নিজের ভালোবাসার মানুষটিকে সন্মান করতে শিখুন, ভালোবাসা যে বিধাতার পবিত্র দান"
২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
নিলু বলেছেন: মেয়েদের অনেক সচেতন হতে হবে , দেখেশুনে ছেলেদের সাথে প্রেম করতে হবে ।
২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
রাজু রহমান বলেছেন: ঠিক বলেছেন।
ধন্যবাদ আপনাকে
৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
ভাঙ্গা হৃদয় বলেছেন: লাগাইন্না মাইয়া হইলে এইরকম ই হয়।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯
সোহানী বলেছেন: সহমত